কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) একের পর এক 'রাঘববোয়ালরা' ইতিমধ্যেই জেলে গিয়েছেন। একের পর এক দুর্নীতিতে (Scam) নাম জড়িয়েছে শাসকদলের নেতা-মন্ত্রীদের। এরপর ওএমআর বিকৃতি থেকে শুরু একের পর এক অভিযোগে কার্যত চাপের মুখে রাজ্যের শাসক দল। তার উপর গ্রুপ সি-র তালিকায় (Group C List)  শাসকঘনিষ্ঠদের নাম উঠতেই বিষফোঁড়ার মত কাজ করছে। ইতিমধ্য়েই গ্রুপ সি-র ৮৪২ জন চাকরি হারিয়েছেন। আর এমনই এক পরিস্থিতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (High Court)ডিভিশন বেঞ্চে গ্রুপ সি-র চাকরিচ্যুতরা।


বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ ৮৪২ জন চাকরিচ্যুতর


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Ahijit Ganguly) নির্দেশকে চ্যালেঞ্জ ৮৪২ জন চাকরিচ্যুতর। শুক্রবার এই ৮৪২ জন গ্রুপ সি (Group C) কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। তারপরই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।  


 ওএমআর শিট  


প্রসঙ্গত, নিয়োগে বেলাগাম দুর্নীতি (Recruitment Scam), নবম-দশম, গ্রুপ ডির পরে এবার গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়েছে।৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (HC Justice Abhijit Ganguly)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পেয়েছিলেন ২০৩৭ জন। আর এবার গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়েছে। মূলত ওএমআর শিট বিকৃত করার অভিযোগেই এই নির্দেশ দেন বিচারপতি। 


চাকরিহারাদের তালিকায় উঠেছে শাসক ঘনিষ্ঠদের নামও


 এদিকে, গ্রুপ C-র (Group C) চাকরিহারাদের তালিকায় উঠেছে শাসক ঘনিষ্ঠদের নামও।  নিয়োগে দুর্নীতি, হাইকোর্টের (High Court) নির্দেশে ইতিমধ্যেই চাকরিচ্যুত হয়েছেন 'অযোগ্য' ৭৮৫জন। গ্রুপ সির চাকরিহারাদের তালিকায় তৃণমূল বিধায়ক-পুত্র, ভাই থেকে প্রাক্তন কাউন্সিলরদের নাম এসেছে।  এসএসসির চাকরিহারাদের তালিকায় নাম উঠেছে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যের। এসএসসির চাকরিহারাদের তালিকায় রয়েছেন বারাসাতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এখানেই শেষ নয়, সেই তালিকায় আরও রয়েছেন মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক-পুত্র, মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই-ও। 


আরও পড়ুন, 'ঈশ্বর ওদের ক্ষমা করুন', দুর্নীতির অভিযোগ উঠতেই 'যিশুখ্রিস্ট' আওড়ালেন তৃণমূল বিধায়ক


শুধুমাত্র অযোগ্যদের নম্বর বাড়ানোই নয়, কমানো হয়েছিল যোগ্যদের নম্বরও। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এসএসসির (SSC) জমা দেওয়া হলফনামা দেখে বিস্ময়প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।