কলকাতা: মহাষষ্ঠীতে (Maha Sasthi) সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই সারা বাংলায় মেতে উঠেছে দুর্গাপুজো (Durga Puja)। দিনভোর দর্শকের আনাগোনা। এদিকে হাওয়া অফিস আগেই জানান দিয়েছে, আজ থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা। কিন্তু তাতে কী হয়েছে, পুজোর আনন্দে মেতে উঠেছে সারা শহর। এদিন ফেসবুক পোস্ট করে বাংলা-সহ সারাদেশের মানুষকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)।



প্রসঙ্গত, চলতি বছরে মমতার দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে বিতর্কের ঝড় ওঠে। বাদ যায়নি ঢাক বাজানোর প্রসঙ্গও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। এপ্রসঙ্গে দিলীপ বলেন, ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গিনেস বুকে নাম উঠবে। ঢাক বাজানো প্রসঙ্গে বলেন, 'এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।' পাল্টা তৃণমূল নেতা,  শান্তনু সেন বলেন,  আসলে বাংলার মানুষ যখন বিজেপির ঢাক ফাটিয়ে দিয়েছে,  বাংলার সবথেকে বড় উৎসব, হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব, সব ধর্মের মানুষ যে উৎসবে মেতে ওঠে,  সেই দুর্গা উৎসবকে ইউনেসকোর স্বীকৃতি লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন।  এবং তিনি বাংলার মানুষকে মাতিয়ে রাখছেন।  মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এত বৃদ্ধি পাচ্ছে,  এতে বিজেপির ঘুম ছুটে গিয়েছে, কপালে ভাজ পড়ছে।'


আরও পড়ুন, দুর্গাপুজোদুর্গাপুজো শুরু বেলুড় মঠে, মহাষষ্ঠীতে ভক্তদের ভিড় পবিত্র ভূমিতে" href="https://bengali.abplive.com/topic/vijayadashami" > শুরু বেলুড় মঠে, মহাষষ্ঠীতে ভক্তদের ভিড় পবিত্র ভূমিতে


প্রসঙ্গত, কলকাতায় ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। দিনভর ঠাকুর দেখা শুরু, যদি কোনও সেরা পুজো বাদ পড়ে যায়, তাই স্কুলের কচিকাচারা কোনও পুজোই বাদ দিতে চান না। তার উপর আবার হাওয়া অফিস জানিয়েছে, পুজোয় এবারও বৃষ্টির আশঙ্কা। মহাষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। সুতরাং পুজো দেখতে পরিবারকে নিয়ে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। সাবধানে দেখুন পুজো।' তবে পাশাপাশি, কোভিড মুক্ত থাকতে ভিড এড়িয়ে চলুন। স্যানিটাইজার সঙ্গে রাখুন। বাড়ি ফিরে দেরি করে শুলেও আলস্যে মশারি টানাতে ভূলবেন না। পুজোর কদিন যতোটা পারবেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। শরীরের ইমিউনিটি ঠিক থাকবে। ওয়াদর চেঞ্জের সময় ঠান্ডা লাগবে না। আপনি তাহলে পুরোপুরি কোভিড মুক্ত থাকতে পারবেন।