Omar Mamata Meet : নবান্নে ওমর আবদুল্লা, মুখ্যমন্ত্রীকে ভূস্বর্গে যেতে 'আমন্ত্রণ' ; 'বাংলা থেকে আরও বেশি পর্যটক জম্মু-কাশ্মীরে আসুন..'
Omar Abdullah in Nabanna :নবান্নে ওমর আবদুল্লা, মমতাকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ, কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর ?

কলকাতা: পহেলগাঁও হামলার পর ইতিমধ্যেই অনেকদিন পার হয়ে গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, সংঘর্ষ বিরতি ঘোষণা বহুদিন আগে হয়ে গেলেও, কাশ্মীরের পর্যটন ধাক্কা খেয়েছে। আর এবার পশ্চিমবঙ্গবাসীকে কাশ্মীর ভ্রমণে আহ্বান জানিয়ে নবান্নে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন তিনি। বৈঠক শেষে ওমর বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের পর্যটনের সম্পর্ক গভীর। আরও বেশি করে পর্যটক কাশ্মীরে আসুক, এদিন বলেন তিনি। মুখ্যমন্ত্রীকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৈঠক শেষে মমতা বলেন, 'আমাকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ওমর আবদুল্লা। পরে কাশ্মীর যাওয়ার চেষ্টা করব। কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীরে পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীর আমার হৃদয়ে আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















