কলকাতা : আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এখনও বিচারের দাবিতে রোজ রাস্তায় নেমে মিছিল করে যাচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। রাজ্যের প্রায় সর্বত্র সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। এই আবহেই ধাওয়া করে এক কিশোরীকে হেনস্থার অভিযোগ উঠল। নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় ওই ছাত্রীকে উত্যক্ত করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থেকে নাচের স্কুলের অধিকর্তা প্রলয় ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে লাল গাড়ির ছবি দেখে তাঁকে গ্রেফতার করা হয়।

  


কী ঘটনা ?


গতকাল রাতে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। ১৫ বছরের ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫০ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রলয় ঘোষ। তিনি হরিদেবপুর এলাকার বাসিন্দা। বেহালায় তিনি একটি নাচের প্রতিষ্ঠান চালান। নিউ আলিপুর এলাকায় ফাঁকা রাস্তায় ঘটনাটি ঘটে।


অভিযোগ, ওই কিশোরী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি লাল রঙের গাড়ি নিয়ে যাওয়া প্রলয় ঘোষ তাঁর রাস্তা আটকান। কিশোরীকে উত্ত্যক্ত করেন। পিছন থেকে অনুসরণ করেন । ছাত্রীর মোবাইল নম্বর চাওয়া হয়, কিশোরী কেক খাবে কি না জানতে চাওয়া হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে ওই কিশোরী। সেখান থেকে সে পালিয়ে যায়। এনিয়ে গতকাল রাতে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ শ্লীলতাহানির POCSO ধারায় মামলা রুজু করে।


এরপর একাধিক সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্তের গাড়ি চিহ্নিত করা হয়। এরপর প্রলয় ঘোষ সম্পর্কে জানা যায়। কিছুক্ষণ আগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।


গতকালই ভর সন্ধেয় লেক অ্যাভিনিউয়ের রাস্তায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ ওঠে। অভিনেত্রীর গাড়ির কাচ ভাঙা হয়। নিরাপত্তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হতেই অভিযুক্তকে ধরতে তৎপর হল টালিগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার সেনা অফিসার। আদালতে তোলা হলে জামিন পান অভিযুক্ত। এই ঘটনায় আতঙ্কিত অভিনেত্রী। চেনা শহরে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।