সঞ্চয়ন মিত্র, কলকাতা: বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা (WB Worker)। আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালন করবেন তাঁরা। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের (WB Teather) ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, শহিদ মিনারে ধর্না-অবস্থান চলছে রাজ্য সরকারি কর্মীদের। এদিন ধর্নার ৩৩ তম দিন। অনশন ১৯ দিনে পড়ল।
যা জানা গেল...
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সমস্ত সরকারি দফতরে ২টো থেকে ৪টে পর্যন্ত প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বললেন, 'সরকার তো মিথ্যাচার করছিলই। বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, কর্মচারীদের অধিকার নিয়ে প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলা এসব তো ছিলই। তার সঙ্গে বিধানসভায় চিরকূটের মাধ্য়মে ৩ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার বিষয়টি যুক্ত হল। এতেই শেষ নয়। যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে ৩ শতাংশের পরিবর্তে ৬ শতাংশের কথা বলা হয়েছে। এই মিথ্যাচারের বিরুদ্ধেই ২ ঘণ্টার কর্মবিরতির ডাক।' তবে জরুরি পরিষেবা এবং মাধ্যমিকের সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকারা যে এর বাইরে থাকবেন, সে কথাও জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক।
প্রেক্ষাপট...
অর্থবিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় হালে যে রাজ্য বাজেট পেশ করেছিলেন, সেখানেই ডিএ-র হার বৃদ্ধির ঘোষণা করেন। কিন্তু চাকরিপ্রার্থীদের দাবি, ভিক্ষা চাইতে আসেননি তাঁরা। ৩ শতাংশ DA বাড়ানো মানছেন না তাঁরা। বাজেট ঘোষণার পর প্রতিক্রিয়া চাইলে রাজ্য সরকারকে ধিক্কার জানিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের একজন তখনই বলেছিলেন, "আন্দোলন যেমন চলছে, তেমনই চলবে। এর তীব্রতা আরও বাড়বে। প্রতিবাদে কর্মবিরতি ডাকব। ৩৯ শতাংশকে ৩ শতাংশ দিয়ে ঢেকে দেওয়ার প্রচেষ্টা। এটা মানছি না আমরা। প্রতিবাদ চলবে। উনি যেটা ভেবেছেন, সেই পরিস্থিতি নেই আর। সরকারের যথেষ্ট ক্ষমতা আছে। আনপ্ল্যান্ড খাতে কত বরাদ্দ হয়েছে দেখেছেন! টাকা দিতেই হবে। আন্দোলন চালিয়ে যাব আমরা" আন্দোলনকারীদের মধ্যে অন্য এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "এতদিন বলছিলেন, মামলা চলছে, তাই দেওয়া যাবে না। এখন কী হল! কী ঘরে ঘোষণা করলেন! হাস্যকর কাজকর্ম করে আর ছোট করবেন না রাজ্যবাসীকে। আপনি বাঙালি জাতির লজ্জা।" প্রসঙ্গত পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছে ৩৫ শতাংশ। শোনা যাচ্ছে,আগামী দিনে আরও ৪ শতাংশ DA বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার সে ক্ষেত্রে ব্যবধান বেড়ে হবে ৩৯ শতাংশ। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে।
আরও পড়ুন:অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতায় আরও ৪ শিশুর মৃত্যু