লন্ডন: একটা আউট। হাজারো বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে আইসিসির নিয়মের ওপর। কাঠগড়ায় তোলা হয়েছে রিচার্ড কেটেলবরোকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমন গিল কি সত্যিই আউট ছিলেন। নানা মুনির নানা মত। তবে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞেরই মত যে গিলকে ক্যাচ আউট দেওয়া উচিত হয়নি। বেনিফিট অফ ডাউট হিসেবে তা নট আউটই ছিল। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের পক্ষ থেকেও এক অভিনব পোস্ট করা হয়েছে। অনেকেই সেই পোস্টের ভাবনার প্রশংসা করেছেন। কেউ কেউ তো আবার সেই পোস্ট আইসিসিকে ট্যাগও করেছেন কমেন্ট বক্সে গিয়ে।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mcMRYjqKc9zmFWV7vCQjHgFVoXpjnDfveCGUPyvStoHauYrLKRC24zSrpGUbDmVgl&id=100069362989549&sfnsn=wiwspwa&mibextid=l5K1IX
৪৪৪ রান তাড়া করতে নেমে স্কট বোল্যান্ডের বলে গালিতে শুভমন গিলের ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। এখন সফ্ট সিগন্যালের নিয়ম না থাকায় ওভালে চূডা়ন্ত সিদ্ধান্ত ছিল তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর ওপর। কিন্তু সমস্যাটা হচ্ছে সফ্ট সিগন্যাল গত মে মাস থেকে উঠে গিয়েছে। ফলে অনফিল্ড আম্পায়ার কোনও সিদ্ধান্ত না নিয়ে থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দিয়েছিলেন। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারেই ওপেনিং জুটি ভাঙে। ১৮ রান করে বোল্যান্ডের বলে চালিয়ে খেলতে যান গিল। সেই সময় গালিতে গ্রিন বল ধরার আগেই স্লো মোশনে ধরা পড়েছে বল ঘাস ছুঁয়েছিল। এই আউট নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক।
সুনীল গাওস্কর বলেন, ''প্রথম আম্পায়ার যখন আপনাকে আউট দেন, তৃতীয় আম্পায়ারকে সেটিকে উল্টে দেওয়ার জন্য চূড়ান্ত প্রমাণ খুঁজে বের করতে হবে।'' শাস্ত্রী বলেন, ''থার্ড আম্পায়ার ভেবেছিলেন আঙ্গুলের নিচে ছিল বল। কিন্তু প্রশ্ন হল ক্যাচটা শেষ করার পর বল গড়িয়ে গেল কিনা।''
এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন কুমার সাঙ্গাকারাও। তিনি বলেছেন, ''কীভাবে দেখা যাচ্ছে তার ওপর নির্ভর করে। বলের নিচে আঙুল নিয়ে বলটি ধরে থাকেন প্লেয়ার। কিন্তু সেক্ষেত্রে যদি বলের কোনও অংশ মাটিতে স্পর্শ করে, তবে সেক্ষেত্রে আম্পায়ার এটিকে সাধারণত নট আউটই দেন।''
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১৬৪/৩। এখনও ২৮০ রান প্রয়োজন ভারতের জয়ের জন্য। আজ ম্যাচের শেষ দিন। ক্রিজে আছেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। ২ জনের ওপরই ভরসা এই মুহূর্তে ভারতের এই ম্যাচ জয়ের। বিরাট ৪৪ ও রাহানে ২০ রানে অপরাজিত রয়েছেন।