প্রকাশ সিনহা, কলকাতা : দীর্ধদিন ওয়ার্ক ফ্রম হোমের পর ধীরে ধীরে অফিসে হাজিরা বাড়ছে আইটি কোম্পানিগুলিতে। বেশ কয়েকমাস পর সল্টলেকের তথ্যপ্রযুক্তি হাব সেক্টর ফাইভ এখন অনেক বেশি ব্যস্ত। বাস-গাড়ি-শাটলের সংখ্যা বেড়েছে। বেড়েছে বাইক নিয়ে অফিস যাতায়াতও। এই পরিস্থিতিতেই রাতভর বৃষ্টিতে কার্যত মাথায় হাত পড়ল সেক্টর ফাইভের অফিস যাত্রীদের। রাতভর বৃষ্টির জেরে একেকটি রাস্তা যেন স্রোতস্বিনী নদী। জলের তোড়ও চমকে দেওয়ার মতো। 


হাঁটু-কোমর সমান জলে আটকাচ্ছে গাড়ি। বেশ কিছু গাড়ি হয়ে পড়ছে বিকল। হঠাত আটকে পড়া বা বিকল হওয়া গাড়িগুলিকে ঠেলে সরাতে এগিয়ে এসেছেন স্থানীয় কিছু যুবক। কথায় বলে কারও পৌষমাস , তো কারও সর্বনাশ। আটকে পড়া গাড়িকে ১০০-১৫০ মিটার পার করিয়ে দিতেই তারা নিচ্ছে ৫০০ টাকা ! এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। স্থানীয় যুবকদের অবশ্য দাবি, কেউ দিচ্ছে ৪০০ , কেউ ৫০০. যে যেমন দিচ্ছে, সেই টাকাই নিচ্ছেন তাঁরা। 


অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। ভেসেছে শহর ও শহরতলির একাংশ । আজ দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এর জেরে কলকাতা শহরের উত্তর ও দক্ষিণ প্রায় বানভাসি। 


অন্যদিকে, টানা বৃষ্টিতে জল জমে যাওয়ায় ব্যাহত হয় চক্ররেল পরিষেবা। রেললাইন ডুবে যাওয়ায় দমদম-বিবাদী বাগ রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, টিকিয়াপাড়া কারশেডের কাছে জল জমে যাওয়ায় হাওড়া স্টেশনে ট্রেন ঢোকা-বেরোনোয় সমস্যা হচ্ছে। 


কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, গঙ্গার লকগেটগুলো খোলা রয়েছে। পাশাপাশি, শহরে ৭৬টা পাম্পিং স্টেশন লাগাতার কাজ করছে। অস্থায়ীভাবে সাড়ে চারশোর বেশি পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুরসভা।