হিন্দোল দে, কলকাতা: তুঙ্গে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ, তার মধ্যেই অফলাইনে পরীক্ষার রাস্তাতেই হেঁটেছিল সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অনার্সের মূল পেপারের পরীক্ষা হবে অফলাইনেই (offline)। অনলাইনে পরীক্ষার দাবিতে সোমবার দুপুর ৩টে থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে (VC)। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বলা হয় ঐচ্ছিক ও প্রজেক্ট বেসড পেপারগুলির ক্ষেত্রে অনলাইন নাকি অফলাইন, সেই সিদ্ধান্ত নেবেন বিভাগীয় প্রধানরা।   


দুপক্ষের দাবি:
সোমবার পড়ুয়াদের জোড়া বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় (University) চত্বরে। পড়ুয়াদের একাংশের দাবি ছিল, অনলাইনে হোক পরীক্ষা। যদিও পড়ুয়াদের আরও একটি পক্ষ অফলাইনে পরীক্ষার দাবি জানিয়েছিল। পরীক্ষার্থীদের দাবি ছিল, তাঁদের কোনওরকম সিলেবাস শেষ হয়নি। সেই কারণে তাঁদের সুবিধার জন্য অনলাইনেই হোক পরীক্ষা। পাল্টা দাবিও উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের আরেক পক্ষের তরফে। তাঁদের দাবি, অনলাইনে পরীক্ষা হলে টুকলি হবে। অফলাইন পদ্ধতিতেই ভাল পরীক্ষা হবে। 


বারবার ঘেরাও:
অনলাইনে পরীক্ষার দাবিতে সোমবার দুপুর ৩টে থেকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে। একই দাবিতে, শুক্রবারও ৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও করে রাখা হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত, সোমবার সংস্কৃত বিশ্ববিদ্যালয় (Sanskrit University) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল, অফলাইনেই হবে পরীক্ষা। এই সিদ্ধান্তে পড়ুয়াদের একাংশ যেমন খুশি, তেমনই যাঁরা অনলাইনে পরীক্ষার পক্ষে, তাঁরা এখনও বিক্ষোভে অনড়। পাল্টা এক পড়ুয়া বলেন, 'অফলাইনেই পরীক্ষা হওয়া উচিত। অফলাইনকেই মান্যতা দিল। আমরা খুশি। সময় পাওয়া গেল।' যদিও উল্টোপক্ষের পড়ুয়ারা এমন সিদ্ধান্তে স্পষ্টতই না-খুশ।


কবে কোন পরীক্ষা:
ইতিমধ্যেই স্নাতক ও স্নাতকোত্তরের পরিবর্তিত সূচি জানিয়েছে সংস্কৃত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  নিজেদের ওয়েব সাইটে সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতকোত্তরের চতুর্থ সিমেস্টার ও স্নাতকের ষষ্ঠ সিমেস্টার ১৪ জুন থেকে শুরু হবে। স্নাতকোত্তর দ্বিতীয় সিমেস্টার ও স্নাতকের দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টার ২৮ জুন থেকে শুরু হবে। 


আরও পড়ুন: বউবাজারে ত্রুটি কোথায়? সমীক্ষা শুরু আইআইটি রুরকির বিশেষজ্ঞদের