হিন্দোল দে, কলকাতা: কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী দম্পতিকে চাঁদার জন্য জুলুমের অভিযোগ উঠল স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দাবি মতো ৫০ হাজার টাকা দিতে না পারলে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ দিকে, ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
এবার শিয়ালদা। খাস কলকাতার বুকে ফের চাঁদার জন্য জুলুম, হুমকির অভিযোগ! আতঙ্কে হোটেল মালিক দম্পতি। বৃহস্পতিবার ঘড়িতে সবে দুপুর দেড়টা। শান্তিতেই দুপুরের খাবার খাচ্ছিলেন এঁরা। আচমকা, হোটেলে ঢুকে টেবিলের উপর টাকার বান্ডিল ফেললেন এই ব্যক্তি। শুরু হল বচসা! এর পর, আরেক ব্যক্তি এসে হোটেলে ঢুকে কাউন্টারের দিকে তেড়ে গেলেন! হোটেলের কাউন্টারে থাকা ব্যক্তির হাত ধরে টেনে বসিয়ে দেওয়ার চেষ্টা করলেন!
কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে চাঁদার জুলুমের অভিযোগ উঠল। যদিও এই, CCTV ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কালীপুজোয় দাবিমতো চাঁদা দিতে না পারায় হোটেল বন্ধের হুমকি! শিয়ালদার বৈঠকখানা রোডের ছোট হোটেল চালান জয়ন্ত সাহা ও শিবানী সাহা। দম্পতির দাবি, কালীপুজোর আগে, স্থানীয় বাসিন্দা প্রবীর রায় ওরফে পল্টু ও তাঁর ছেলে প্রীতম রায় চাঁদা বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। এত টাকা দেওয়া সম্ভব নয় জানিয়ে ৫ হাজার টাকা দেন তাঁরা। সাহা দম্পতির অভিযোগ, তার জেরে বৃহস্পতিবার হোটেলে এসে চড়াও হন প্রবীর ও তাঁর ছেলে প্রীতম। দাবি মতো টাকা
অভিযোগকারী ব্যবসায়ী জয়ন্ত সাহা বলছেন, আমি বসেছিলাম। দেড়টার সময় বসে ছিলাম। টাকা মুখে উপর ছুড়ে দেয়। বলে দাবিমতো টাকা না দিলে দোকান বন্ধ করে দেবে, এরা সক্রিয় তৃণমূল কর্মী। বাড়ির পুজো সকলের থেকে চাঁদা তুলে করছে।
অভিযোগকারী ব্যবসায়ীর স্ত্রী শিবানী সাহার কথায়, আমাদের যা সামর্থ তাই দিয়েছি। ওরা নেয়নি। দোকান বন্ধের হুমকি দিয়েছে। আমরা ভয়ে আছি। যদিও, অভিযুক্তদের দাবি ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
অন্যদিকে অভিযুক্ত প্রীতম সাহা বলছেন, ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা অভিযোগ। ধাক্কাধাক্কি, বচসা কিছু হয়নি, এটা বাড়ির পুজো নয়, পুজো কমিটি।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি যোধপুর পার্ক উৎসবের নামে তোলাবাজির অভিযোগ করেন স্থানীয় এক ক্যাফের কর্ণধার। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ! ঘটনায় নাম জড়ায় স্থানীয় এক তৃণমূল নেতার। ঘটনায় গ্রেফতার করা হয় ওই নেতা সহ ৫ জনকে। এবার তোলাবাজির অভিযোগ তুললেন শিয়ালদার হোটেল মালিক দম্পতি। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনার পর থেকেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাঁদের।