পুরুষোত্তম পণ্ডিত, সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকালই হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। আজ ভোর ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতেই মৃত্যু হয় প্রবীণ শিল্পীর। 


বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ছিল নিউমোনিয়াও। হাসপাতালে চলছিল চিকিৎসা। অবস্থার অবনতি হলেও নিউমোনিয়ার প্যাচ কমে আসে। পরে অবশ্য কিডনির সমস্যা বেড়ে যায়। ছিলেন অক্সিজেন সাপোর্টেই। সোমবার শিল্পীকে বাড়ি ফিরিয়ে আনেন দুই মেয়ে শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেন। 


মেয়ে ইন্দ্রাণী সেন জানালেন, সোমবারও তাঁকে দেখতে বাড়িতে আসেন অনেকেই। তিনি চিনতেও পারছিলেন। ভোর রাতে তাঁর কাছে খবর পৌঁছায়। তিনি কাছেই থাকেন। বাড়ি এসে দেখেন সব শেষ । 


শিল্পীর আরেক মেয়ে সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে মায়ের মৃত্যু সংবাদটি সকলকে জানিয়েছেন।



আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৩ সালের ৭ মার্চ, সুমিত্রা সেনের জন্ম। ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীতের জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন। তাঁর গাওয়া রবীন্দ্রনাথের গান শ্রোতাদের কাছে আজও প্রিয়। 
 সুমিত্রা সেনের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায়  শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। 
পশ্চিমবঙ্গ  সরকার তাঁকে ২০১২ সালে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড়  সম্পর্ক ছিল।
তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও  অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকবার্তায় লেখেন মুখ্যমন্ত্রী। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রবীন্দ্র সঙ্গীত প্রেমীদের মধ্যে।  সুদীর্ঘকাল ধরে তিনি রবীন্দ্রগানের সাধনা করেছেন। অবশেষে দীপ নিভে গেল শিল্পীর।