প্রকাশ সিনহা ও ঋত্বিক প্রধান, কলকাতা : পুজোর মুখে পর্যটকদের (Tourists) প্রতারণা ! টুরিজম কোম্পানির (Tourism Company) ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাক করে চলছে অভিনব প্রতারণা-চক্র। বালিগঞ্জ, রাঁচি, মন্দারমণিতে অভিযোগ দায়ের।


পুজোর ছুটিতে বেড়াতে যাবেন ভাবছেন ? পাহাড় কিংবা সমুদ্র ? অনলাইনে পছন্দসই হোটেলের খোঁজ করছেন ? খুব সাবধান ! পেমেন্ট করার আগে, ভাল করে যাচাই করে নিন। কারণ, ওঁত্‍ পেতে রয়েছে বিপদ ! হোটেল বুকিংয়ের নামে সক্রিয় অভিনব প্রতারণা চক্র। সম্প্রতি কলকাতা, রাঁচি, মন্দারমণিতে এমনই কিছু অভিযোগ সামনে এসেছে।


কীভাবে প্রতারণা ?


চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত শুরুর পর, এই সংস্থার হোটেল ব্যবসার নাম বদলে দেওয়া হয়। বর্তমানে, চকোলেট হোটেলস প্রাইভেট লিমিটেড নামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাদের টুরিজম-এর ব্যবসা। কলকাতা, রাঁচি, মন্দারমণি সহ বিভিন্ন জায়গায় রয়েছে তাদের হোটেল। সম্প্রতি, সংস্থার অনলাইন সাইটে দেওয়া নম্বর দেখে ফোন করেন পর্যটকরা। হোটেল বুক করে, পেমেন্টও করে দেন। কিন্তু কোনও কনফার্মেশন মেসেজ আসেনি। কয়েকজন তো সোজা হোটেলেও চলে যান। গিয়ে দেখেন, তাঁদের নামে ঘর বুকিং নেই। একাধিক পর্যটকের কাছে এই অভিযোগ পেয়ে, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ। বালিগঞ্জ থানা, লালবাজারের সাইবার সেল ও রাঁচিতে ৩টি এফআইআর দায়ের করা হয়। 


তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কোম্পানির ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাক হয়েছে। কোম্পানির ফোন নম্বর বদলে, হ্যাকাররা নিজেদের নম্বর দিয়েছে। আর সেই নম্বরে যোগাযোগ করেই প্রতারিত হচ্ছেন পর্যটকরা। পুজোর মুখে প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা লোপাট হয়ে যাচ্ছে।


চকোলেট হোটেলস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার নির্মাল্য চৌধুরী বলেন, গুগল পেজে আমাদের নম্বর দেওয়া থাকে। কিন্তু, হ্যাকার সেই নম্বরটা সরিয়ে দিয়ে নিজের নম্বরটা রেখেছে। এই নম্বরে যখন ফোন করা হচ্ছে, তখন বলছে এখানে টাকা দিয়ে দিন তাহলে বুকিং হয়ে যাবে। এরপর পেমেন্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু, তারপর দেখা যাচ্ছে বুকিং হচ্ছে না। 


কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের অফিসাররা হ্যাকারদের আইপি অ্যাড্রেসের সূত্র ধরে জালিয়াতি ধরার চেষ্টা করেছে। কে বা কারা কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল ? চক্রের নেপথ্যে আর কারা রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ।