ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দত্তপুকুরকাণ্ডের .(Duttapukur Incident) ভয়াবহতার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বীরভূমের (Birbhum) সুরুলেও বেআইনিভাবে বাজি কারখানা চালানোর অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। যদিও কারখানার মালিকের দাবি, এখন আর বাজি তৈরি হয় না, তৈরি হয় ডাকের গয়না। ঘটনাকে নিয়ে শুরু রাজনৈতিক তরজা।
মহেশতলা, এগরা, বজবজ, ইংরেজবাজারের পর শিরোনামে এসেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। সামনে এসেছে বিপুল পরিমাণ মজুত রাসায়নিক... লাবরেটরি ও কারখানার চাঞ্চল্যকর ছবি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ বাজি ও মশলা। এই পরিস্থিতিতে বীরভূমেও সামনে এল বেআইনি বাজি কারখানার ছবি।
অগ্নিনির্বাপক যন্ত্র আছে, কিন্তু তা গত কয়েক বছর রিফিল করা হয়েছে বলে মনে হয় না। ভেতরের দেওয়ালে ধূমপান নিষেধ বলে বোর্ড লাগানো আছে। বাইরে বোর্ড লাগানো আছে, এখানে শব্দ বিহীন আতসবাজি পাওয়া যায়। সত্যিই কি শব্দবিহীন বাজি? বাজির কারখানা, বৈধ না অবৈধ? প্রশ্ন তুলতেই বাইরের বোর্ড তুলে ফেললেন কারখানার এক কর্মী।
বীরভূমের বোলপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনন্দময়ী ফায়ার ওয়ার্কস। স্থানীয়দের অভিযোগ, ঘন জনবসতি এলাকায় রমরমিয়ে চলছে বাজি তৈরি। সামনে পুজো। তাই রাতদিন চলছে বাজি তৈরি। লাইসেন্স ছাড়াই বাজি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও বাজি কারখানার মালিকের দাবি, খাগড়াগড় বিস্ফোরণের পর, লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায় ২০১৯ থেকে এই কারখানায় বাজি তৈরি বন্ধ।
মালিক এই দাবি করলেও, তাঁর ঘরের দেওয়ালে লাগানো রয়েছে কী কী বাজি পাওয়া যায় তার তালিকা। ক্যামেরা দেখে তড়িঘড়ি সেসব সরিয়ে ফেলা হয়। কারখানার কর্মী আবার দাবি করলেন, বাজি নয়, তৈরি হয় ডাকের গয়না। বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এগরার বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয়েছিল প্রশাসন। কিন্তু তা সত্বেও কী করে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছে জেলায় জেলায়?দত্তপুকুরের মতো আবার কোনও বড় দুর্ঘটনা হলে, তার দায় কে নেবে? প্রশ্ন উঠছে।
এদিকে দত্তপুকুরকাণ্ডের পর উত্তর ২৪ পরগনাজুড়ে পুলিশের তল্লাশি। বারাসাতে DSP ট্রাফিকের অফিসে রাখা রয়েছে বাজেয়াপ্ত করা বেআইনি বাজি। ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ বাজি মজুত রাখায় প্রশ্ন উঠেছে। নিয়ম মেনে বাজেয়াপ্ত হওয়া বাজি মজুত করা আছে, সময় মতো নিষ্ক্রিয় করা হবে, পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: North 24 Parganas Weather: মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় উত্তর ২৪ পরগনায়