অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ: আজ সারাদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ পরিষেবা (Rail Service)। চলবে না কোনও লোকাল ট্রেন (Local Train)। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে কাজ হবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের। তার জন্য বেলানগর স্টেশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। তবে চালানো হবে স্পেশাল ট্রেন, জেনে নিন কখন কোথা থেকে ছাড়বে ?


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra) জানিয়েছেন, রবিবার সারা দিন হাওড়া-বর্ধমান ও বর্ধমান-হাওড়া কোনও লোকাল ট্রেন না চললেও যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি-বর্ধমান ও বর্ধমান-ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান থেকে সেই ট্রেন ২টি ছাড়বে সকাল ৮টা ১০ ও সকাল ৯টা ১৫-এ। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। 


রবিবার বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে



  • 12340 ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস


পূর্ব রেল জানিয়েছে, মেন লাইনের লোকাল ট্রেন চলবে বালি পর্যন্ত। কর্ড লাইনে ডানকুনি এবং বর্ধমানের মধ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে। ২ জোড়া বিশেষ ট্রেন চলবে হাওড়া এবং বর্ধমানের মধ্যে।


২৬.০৩.২৩- বর্ধমান – ডানকুনি রুটে বিশেষ ট্রেন:



  • বর্ধমান থেকে ট্রেন ছাড়বে- ৫:৩০, ৬:৫০, ৭:৩০, ৮:৩৫, ১৫:২৫, ১৬:৫০, ১৭:৫০, ১৮:৪৫

  • ডানকুনি থেকে ট্রেন ছাড়বে- ৭:২৫, ৮:৩৫, ৯:১৫, ১০:২০, ১৭:১০, ১৮:৩৫, ১৯:৩৫, ২০:৩৫


বর্ধমান-হাওড়া বিশেষ ট্রেন (কর্ড):



  • বর্ধমান থেকে ট্রেন ছাড়বে ৮:১০, ৯:১৫


হাওড়া-বর্ধমান বিশেষ ট্রেন (কর্ড):



  • হাওড়া থেকে ট্রেন ছাড়বে ১৪:৪৫ এবং ১৫:৩৫


আরও পড়ুন, ছুটির দিনে পেট্রোল-ডিজেলের কী দর কলকাতায় ?


প্রসঙ্গত, হাওড়ার বেলানগর স্টেশনের কাছে ইলেক্ট্রনিক ইন্টার লকিংয়ের বদলের কাজ চলছে গতকাল রাত থেকে। চলছে রক্ষণাবেক্ষণের কাজও। শেষ অবধি পাওয়া খবরে, এর জেরে দিনভর ভোগান্তির শিকার হাওড়া-বর্ধমান কর্ড লাইনের যাত্রীরা। আজ মাঝরাত পর্যন্ত এই শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার কথা ভেবে ৮ জোড়া স্পেশাল ট্রেন কর্ডলাইনে বর্ধমান থেকে ডানকুনি পর্যন্ত চলাচল করবে এবং ২ জোড়া স্পেশাল ট্রেন হাওড়া-বর্ধমান কর্ড শাখায় চালানো হয়। কিন্তু সকাল সাড়ে ৯টার পর দুপুর ৩টে পর্যন্ত কর্ড লাইনে কোনও ট্রেন না চলায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। ঘুরপথে অথবা সড়ক পথে যাওয়ার জন্য সময় বেশি লাগছে বলে অনেকেই জানিয়েছেন।