রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: লোকসভা ভোটের আগে এবার জলপাইগুড়িতে বিজেপি দুই নেতা নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল ৯ লক্ষ ৫ হাজার টাকা। নাকা তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় এই টাকা। টাকার উৎস নিয়ে তদন্ত চালাচ্ছে মালবাজার থানার পুলিশ।
প্রথম দফার ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে জলপাইগুড়িতে বিজেপির দুই নেতা নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই টাকা। ভোটের মুখে এই নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধীর জোর তরজা। পুলিশ সূত্রে দাবি, শনিবার মালবাজারের ক্রান্তি এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেইসময় গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপির মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী। গাড়িতে একাই ছিলেন বিজেপি নেতা।
পুলিশ সূত্রে দাবি, সেইসময় গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৭ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার উৎস সম্পর্কে জিজ্ঞেস করাতে তিনি বলেন, দলের মহিলা মোর্চার সভাপতি দীপা বণিককের কাছ থেকে ভোটের কাজের জন্য় নগদ টাকা আনছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় বিজপি নেতাকে।
আরও পড়ুন, আচমকা অভিষেকের কপ্টারে তল্লাশি আয়কর অফিসারদের, কী পাওয়া গেল?
পুলিশ সূত্রে খবর, পরে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দীপা বণিকের গাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ১ লক্ষ ৩০ হাজার টাকা। সমস্ত টাকাই বাজেয়াপ্ত করে ক্রান্তি থানার পুলিশ। আর এই ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এ বিষয়ে জানতে এদিন বিজেপি নেতা রাকেশ নন্দী এবং দীপা বণিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি। বাজেয়াপ্ত টাকার উৎস কী, তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে জলপাইগুড়িতে।
এদিকে, X হ্যান্ডলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু থাকা অবস্থায় এবং ভোটের ৫ দিন আগে জলপাইগুড়িতে বিজেপি নেতারা কী করছেন দেখুন। বাংলা-বিরোধী বিজেপি, জেনে রাখো, জনগণের রায় কিনতে পারবে না। ৪ জুন, বাংলা থেকে তোমাদের বিসর্জন অনিবার্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে