সুনীত হালদার, হাওড়া: লোকসভা ভোটের আগে, রামনবমীর (Ram Navami 2024) মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে এবার হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। শিবপুর কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় দু কিলোমিটার জিটি রোড নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। এই রামনবমীর শোভাযাত্রার জন্য জিটি রোডের দু'ধারে বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয় এদিন।


মোড়ে মোড়ে দেখতে পাওয়া যায় সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়াও রাফ এবং সাদা পোশাকে পুলিশ কর্মীরা টহল দিচ্ছেন।প্রত্যেকটি বহুতল বাড়ির ছাদের উপর দুই থেকে তিন জন পুলিশ কর্মী নজরদারি চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে দশটি ড্রোন ব্যবহার করা হয়। এছাড়াও প্রতিটা গলির মুখ গার্ড রেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়।পুলিশের পক্ষ থেকে চলে নজরদারি। বুধবার বিই কলেজের এক নম্বর গেট থেকে বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিল বেরোনোর কথা। অঞ্জনি পুত্র সেনার আরও একটি মিছিল শিবপুর কাজীপাড়া থেকে বেরোনোর কথা।গোটা জিটি রোড ধরেই চলে পুলিশের টহলদারি। মিছিলের জন্য জিটি রোডে যান চলাচল বন্ধ রাখা হয়।


শর্তসাপেক্ষে মিছিলে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ মতোই হাওড়ায় মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ ও  অঞ্জনি পুত্র সেনা। মিছিল শান্তিপূর্ণ হলেও কোথাও দেখা গেল তির ধনুক, কোথাও তারস্বরে বাজল ডিজে। গতবারের অশান্তির কথা মাথায় রেখে এবার হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 


আদালতের নির্দেশ মেনেই বুধবার সেখানে মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। ১০ হাজার জমায়েতের অনুমতি চাওয়া হলেও, কলকাতা হাইকোর্ট শুধু ২০০ জনকে নিয়ে মিছিলের অনুমতি দেন। বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল, শোভাযাত্রায় কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। রাখা যাবে না কোনও প্ররোচনামূলক বক্তব্য। যদিও, ২০০ জনের বেশিই ভিড় ছিল মিছিলে। কয়েকজনের হাতে ছিল তির-ধনুক। রামমন্দিরের রেপ্লিকা থেকে রামলালার মূর্তি নিয়ে শিবপুর BE কলেজের গেট থেকে শুরু  রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত মিছিল হয়।


আরও পড়ুন, '৩৩ কোটি দেবতার মধ্যে রাম একজন..', রামনবমীতে কী বার্তা ব্যারাকপুরের TMC প্রার্থী পার্থর ?


রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এদিন নজরদারিও ছিল চোখে পড়ার মতো। হাওড়া সিটি পুলিশের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বহুতল থেকে পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি ড্রোনে চলে নজরদারি। গন্ডগোলের আশঙ্কায় বহু জায়গায় দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।  বহু জায়গায় গলি থেকে মূল রাস্তায় ওঠার পথ গার্ডরেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দুপুর ৩টে থেকে ৬টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের শেষে হাইকোর্টের নির্দেশ মতো মিছিল বের করে অঞ্জনি পুত্র সেনা। শিবপুরের কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল শেষ হয় রাত ৮টায়।