অনির্বাণ বিশ্বাস, কলকাতা: অত্যাধুনিক আবহাওয়া (weather) সংকেত পেতে বসছে নতুন রাডার (Radar)। এমনকী আগামী বর্ষার আগেই কলকাতায় (Kolkata) তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম (Urban Flood Warning System)। কোথায় কতটা বৃষ্টি হবে? তা জানা যাবে এই সিস্টেমের মাধ্যমে।
ফের নিম্নচাপের ভ্রুকুটি
ফের নিম্নচাপের (depression) ভ্রুকুটি বঙ্গে! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর প্রভাবে বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে অত্যাধুনিক আবহাওয়া সংকেত পেতে বসছে নতুন রাডার। পরিবর্তন করা হবে এস ব্র্যান্ডের একটি রাডার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূল এলাকায় আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে এই নতুন রাডার। এমনকী আগামী বর্ষার আগেই কলকাতায় তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম।
কোথায় কতটা বৃষ্টি হবে? কীভাবে প্রস্তুতি নিতে হবে? তা জানতে কলকাতা পুরসভা রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম তৈরি করা হবে।
বাংলায় নিম্নচাপের প্রভাব কি পড়বে? দু-একদিনের মধ্যে জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, গতকালই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায়। কলকাতায় এত ভারী বর্ষণের ইঙ্গিত ছিল না বুধবার। কিন্তু সন্ধেয় ভাসল মহানগরও। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৫.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬১ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। অর্থাৎ কালীপুজোর আগে বর্ষা বিদায় নিতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৩ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা। কিন্তু এর পর কী রকম থাকবে শহরের মতিগতি?