কলকাতা: আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১০ দিন। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে, বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। পাহাড়ে পরীক্ষার হলে রাখা হবে রুম হিটার, বালুরঘাটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।   

মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এবার পরীক্ষায় বসবে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী।  এবার থেকে মাধ্যমিকের সময় সূচিতে এসেছে বদল। মাধ্যমিক এগিয়েছে ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক ২ ঘণ্টা ১৫ মিনিট।এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়। শুক্রবার সকাল ৯.৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষার্থীদের কথা ভেবে, বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

 পর্ষদের কন্ট্রোল রুমের নাম্বার ও যোগাযোগের ই-মেল আইডি  পর্ষদের পরীক্ষা বিভাদের সঙ্গে যোগাযেগের ই-মেল আইডি হল examwbbse@gmail.comপ্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমে। নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844 উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর হল 9147135748.পাশাপাশি, বর্ধমান আঞ্চলিক অফিস 9147135747এবং মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর হল9147135752

আরও পড়ুন, মাধ্যমিকে রেলের তরফে বিশেষ সুবিধা, এই শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর  মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।  বালুরঘাটে চতুর্থ শ্রেণির পড়ুয়া, ১১ বছরের স্নেহা রায় তার আঁকা ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেয়। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,'দার্জিলিং, কালিম্পং, মিরিকে যেহেতু ঠান্ডা, আমরা সব স্কুলে হিটার দিচ্ছি। রুম হিটার দিচ্ছি।  বাদবাকি আমি বলি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইএসসি, সিবিএসই, মাদ্রাসা- যত পরীক্ষা আছে, সবাইকে আমার অনেক অভিননন্দন।' অন্যদিকে, মাধ্যমিক শেষ হলেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চমাধ্যমিক দেবে প্রায় ৮ লক্ষ পড়ুয়া।এতদিন উচ্চমাধ্যমিক শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়।১৯৮৮ সাল থেকে বেলা ১২টায় চালু হয় মাধ্যমিক পরীক্ষা। তার আগে সকাল ১০টা থেকে শুরু হত পরীক্ষা। ৩৫ বছর পর পরীক্ষার ফিরল সকালে।