পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে মৈপীঠে বাঘ-বন্দি। ১৬ ঘণ্টা পর ছাগলের টোপে বন দফতরের খাঁচাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের হামলায় গুরুতর জখম বনকর্মী গণেশ শ্যামল SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। বাঘের কামড়ে তাঁর চোখের ওপর থেকে মাথার ডানদিকে গভীর ক্ষত তৈরি হয়েছে। ডান হাতেও ক্ষত রয়েছে। বন দফতর জানিয়েছে, সুস্থই রয়েছে ১০ বছরের পুুরুষ বাঘটি। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
গতকাল সকাল ১১টা নাগাদ মৈপীঠের নগেনাবাদ এলাকায় বাঘের দেখা মেলে। এই নিয়ে হুলস্থুল পড়ে যায় গোটা গ্রামে। এর আগে রবিবার বাঘের পায়ের ছাপ দেখেই গ্রাম লাগোয়া নদী বাঁধ জাল দিয়ে ঘিরে দেয় বন দফতর। গতকাল সকালে তল্লাশি চলাকালীন রয়্যাল বেঙ্গলের দর্শন মেলে। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এক বন কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। তাঁর মাথা কামড়ে ধরে। বেশ কিছুক্ষণ বাঘে-মানুষে লড়াই চলার পর, জঙ্গলের দিকে পালায় বাঘ। অবশেষে রাত ৩টে ২০ নাগাদ ছাগলের টোপে খাঁচাবন্দি হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।
ঠিক কী ঘটেছিল? তা বলতে গিয়ে শিউরে উঠছেন স্থানীয়রা। তাঁরা জানাচ্ছেন গাছের নীচে শুয়েছিল বাঘ। আতঙ্কে সজনে গাছের মগডালে চড়ে বসেছিলেন নগেনাবাদের ভীম মণ্ডল। আগেও বাঘ দেখেছেন। কিন্তু এবারের মতো অভিজ্ঞতা কখনও হয়নি ৭২ বছরের প্রৌঢ়ের। গতকাল চাষের জমিতে গেছিলেন ভীম। বন কর্মীরা বাঘকে তাড়া করছেন দেখে, তিনি ভয়ে সজনে গাছে উঠে পড়েন। এরপর গাছে বসেই বাঘের তাণ্ডব দেখেছেন ভীম। প্রৌঢ় জানিয়েছেন, বন কর্মীরা সংখ্যায় ৬ জন ছিলেন। আচমকাই তাঁদের একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ।
সোমবার, সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা, তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে দক্ষিণরায়ের বাহনের। জঙ্গলের আলো-আঁধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই, মুহুর্তের মধ্যে এক অস্থায়ী বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। বাঘের কামড়ে ওই বনকর্মীর চোখের ওপর থেকে মাথার ডানদিকে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাঁর ডান হাতেও কামড় বসায় বাঘ। আহতের পরিবারের দাবি, প্রতিদিন হাজার টাকার বিনিময়ে কাজ করেন এই বনকর্মীরা। কিনতু, এরকম বিপজ্জনক কাজে এভাবে লাঠি হাতে কেন? পর্যাপ্ত নিরাপত্তার ব্য়বস্থা ছিল না কেন? প্রশ্ন উঠছে। আহত বনকর্মীর দাদা ও প্রত্যক্ষদর্শী মঙ্গল শ্য়ামল বলেন, "হাজার টাকা রোজে কাজ করে। একজন গাছে উঠেছিল। তাঁকে বাঁচাতে গিয়ে বাঘের খপ্পরে।''
আরও পড়ুন: Mamata Banerjee: "বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে,'' আশাবাদী মমতা