করুণাময় সিংহ, মালদা : জমি-বিবাদের (Land Dispute) জেরে মালদার চাঁচলে গুলি করে খুন করা হল এক যুবককে (Youth Killed)। দেহ উদ্ধারে গেলে পুলিশকে (Police) ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিহত যুবককে দলীয় কর্মী বলে দাবি করে, খুনের নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটে ওই এলাকা হাতছাড়া হওয়ার আক্রোশে মিথ্যা অভিযোগ বলে পাল্টা দাবি করেছে বিরোধীরা।


দিনের আলোয়, সবার চোখের সামনে খুন (Murder)। ঘরে ঢুকে পরপর গুলি (Firing)। ঘটনাস্থলেই মৃত্যু হল যুবকের। মঙ্গলবার সকালে হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন মালদার চাঁচলের জালালপুরের বাসিন্দারা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ৩২ বছরের সইদুর রহমানের। নিহতের পরিবারের অভিযোগ, এক বিঘা জমি নিয়ে ৩-৪ বছর ধরে স্থানীয় কংগ্রেস নেতা এমদাদুল হকের পরিবারের সঙ্গে বিবাদ চলছে। মামলা গড়িয়েছে আদালতে।


অভিযোগ, মঙ্গলবার সকালে দলবল নিয়ে জমি দখল করতে যান কংগ্রেস নেতা (Congress Leader)। বাধা দেওয়ায়, সইদুরের বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। মাথায় ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সইদুরের। দেহ তুলতে বাধা দিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। উত্তেজিত জনতা লাঠি হাতে অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ আটকে দেয়।


প্রসঙ্গত, জালালপুর গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ২৮টি আসনের মধ্যে কংগ্রেস ১৬ এবং তৃণমূল কংগ্রেস ১২টি আসন পেয়েছে। বোর্ড গড়েছে কংগ্রেস-ই। জমি-বিবাদে যুবক খুনে কংগ্রেসকেই দায়ী করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের জেলা সভাপতি আদ্বল রহিম বক্সী বলেছেন, 'পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই কংগ্রেস সন্ত্রাস করছে। ভোটে জিতে প্রধান হয়েছে। লাগাতার অত্যাচার হচ্ছে। আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে চৌরঙ্গি স্ট্যান্ডে তৃণমূল কর্মীরা উঠতে পারছে না'


খুনের পিছনে রাজনীতি নেই বলে পাল্টা দাবিতে একসুরে তৃণমূলকে বিঁধেছে কংগ্রেস ও বিজেপি। মালদার কংগ্রেস কার্যকরী সভাপতি কালীসাধন রায়, 'জমির দখলকে কেন্দ্র করে অ-রাজনৈতিক ঘটনাকে রাজনীতির রঙ, প্ররোচনা দিয়ে প্রতিহিংসা ছড়ানোর চেষ্টা করছে'। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেছেন, 'জমি বিবাদ নিয়ে ঘটনা। তৃণমূল রাজনীতি টেনে বিরোধীদের ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে'। জমি-বিবাদেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা।


আরও পড়ুন- আদালতের নজরদারিতে এবার থেকে হবে পুর নিয়োগ-দুর্নীতি তদন্ত, নির্দেশ হাইকোর্টের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন









 


https://t.me/abpanandaofficial