করুণাময় সিংহ, মালদা: সরকারি গেস্ট হাউসে রাহুল গাঁধীকে (Rahul Gandhi) মধ্যাহ্নভোজের অনুমতিতে 'না'। মধ্যাহ্নভোজের অনুমতি দিল না মালদা (Malda) জেলা প্রশাসন। ৩১ জানুয়ারি বিহার থেকে ফের মালদা হয়ে বাংলায় ঢুকবে কংগ্রেসের (Congress) ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতি চেয়েছিল জেলা কংগ্রেস। প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে বহরমপুর স্টেডিয়ামেও রাহুলের রাত্রিবাসের অনুমতি দিল না প্রশাসন।


রাহুল গাঁধীর (Rahul Gandhi) দুপুরের খাওয়ারের জন্য আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার (Bhaluka) সেচ দফতরের গেস্ট হাউসে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে।


প্রিয়রঞ্জন দাসমুন্সির উত্তর দিনাজপুর জেলায় উষ্ণ অভ্যর্থনা পেলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। এদিন সনিয়া-পুত্রের সঙ্গে ছিলেন প্রিয়রঞ্জন-জায়া দীপা দাসমুন্সি, অধীর চৌধুুরী, জয়রাম রমেশ। রাহুলের ন্যায় যাত্রা ঘিরে কংগ্রেসের কর্মী, সমর্থকদের মধ্যে উন্মাদনা দেখা যায়। কংগ্রেস সাংসদকে দেখতে ছুটতে শুরু করেন তাঁরা। বিহারের কিষাণগঞ্জে ঢোকার আগে ইসলামপুরের (Islampur পাঞ্জিপাড়ায় দোকানে চা খান রাহুল গান্ধী। তাঁকে একঝলক দেখতে বাস আটকান কংগ্রেসের কর্মী, সমর্থকরা। বাস থেকেই তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন রাহুল। 


এর আগেও রাহুলের ভারত জোড়ো যাত্রা রোখা হচ্ছে বলে তৃণমূল সরকারের (TMC) বিরুদ্ধে অভিযোগ তুলেছিল কংগ্রেস। অভিযোগ উঠেছিল অসহযোগিতার। 


রাহুলের মিছিলে অধীরের বিরুদ্ধে স্লোগান:
প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ থেকে স্লোগান-রাহুল গাঁধীর(Rahul Gandhi) কর্মসূচিতে দফায় দফায় অধীর চৌধুরীর (Adhi Ranjan Chowdhury)বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল(TMC)। অরাজনৈতিক সংগঠনের ব্য়ানার থাকলেও, কোচবিহারের (Cooch Behar)এই বিক্ষোভে সামিল হলেন শাসক দলের ব্লক সহ-সভাপতিও! যিনি আবার জেলা পরিষদের সদস্য়ও!            


এরই মধ্যে যাত্রাপথে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে সতর্ক করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। তাই দলের তরফে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি দিয়েছিলেন তিনি।                                                   


 


আরও পড়ুন: স্নাতকোত্তর স্তরে ভর্তি হবেন? এখনও সময় আছে, ঝটপট সেরে ফেলুন আবেদন