করুণাময় সিংহ, মালদা: কন্যাসন্তান জন্ম দেওয়ায় বছর দুয়েক ধরে গৃহবধূর (House Wife torture) ওপর চলছিল নির্যাতন। তা এবার চরমে পৌঁছল  গতকাল শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের (Harish chandrapur) কাগমারি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম নুরসেবা খাতুন। মৃতের পরিবারের অভিযোগ, ২ বছর আগে মেয়ে হওয়ায় পরেই স্বামী নির্যাতন (Housewife torture) শুরু করে।


সালিশি সভা বসিয়ে জরিমানা করেও দাম্পত্য বিবাদ থামানো যায়নি তাঁদের। গতকাল মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে শ্বশুরবাড়িতে ছুটে যান বাবা। সেখানে গিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বলে দা করেছেন তিনি। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা পলাতক। 


এই একই দিনে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে গৃহবধূর রহস্যমৃত্যুর খবর প্রকাশ্যে এসেথে। তারও শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার  করা হয়েছে তাঁর স্বামী ও ভাসুরকে। মৃতের নাম রেণুকা বাদ্যকর। পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে বিয়ে হয় রেণুকার।


একটি সন্তানও রয়েছে ওই দম্পতির। গতকাল শ্বশুরবাড়ি থেকে বছর বাইশের গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করা হত। তাই পথের কাঁটা সরাতেই গতকাল খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 


উল্লেখ্য, চিকিত্সায় গাফিলতিতে ক্যান্সার আক্রান্তের (Cancer Patient) মৃত্যুর অভিযোগে একবালপুরের নার্সিংহোমে (Ekbalpur Noursing home) ভাঙচুর। রিসেপশনিস্ট ও নার্সিংহোম কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ১৪ নভেম্বর একবালপুরের ওই নার্সিংহোমে ভর্তি হন ওই ক্যান্সার আক্রান্ত। গতকাল রাতে ৭৯ বছরের ওই রোগীর মৃত্যু হয়।এরপরই নার্সিংহোমে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভাঙচুর চালায় মৃতের পরিবার। নার্সিংহোম কর্মীদেরও নিগ্রহ করা হয়। এই ঘটনায় মৃতের ছেলে-সহ ৫ জনকে গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ। 


আরও পড়ুন: গ্রামের মাঠে অজগর সাপ, মেলেনি বন দফতরের সাহায্য, দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করলেন স্থানীয়রাই