আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, কলকাতা :চলতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে তৃতীয়বারের জন্য বৈঠকে বসছে বিরোধী জোট INDIA। তার আগে, আগামী লোকসভা নির্বাচনে, বিরোধী জোট নিয়ে বাংলায় তৃণমূলের অবস্থান কি স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী? জাতীয় স্তরে জোট হলেও, বাংলায় কি একাই লড়বে তৃণমূল? ৪২টি আসনেই কি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা? বাংলার কংগ্রেসের সঙ্গে তৃণমূলে জোটের কি কোনও সম্ভাবনাই নেই? 


বাংলায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও সিপিএমের তৃণমূলের প্রতি আক্রমণাত্মক মনোভাবের জেরেই কি মুম্বইয়ের বৈঠকের আগে ঠারেঠোরে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? সোমবার TMCP র প্রতিষ্ঠা-দিবসের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন এক যোগে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে আক্রমণ করে। বললেন, ' আর এখন নতুন লাল হয়েছে। নতুন আবির মেখেছে। গেরুয়া একদিকে, লাল একদিকে। মানে সিপিএম। সিপিএম, কংগ্রেস আর বিজেপি এখানে লালে লাল হয়েছে। লাল হলুদ মিলে গেছে। সব কাক যখন একসঙ্গে কা কা করে ডাকে, তখন ওরাও ডাকছে। কা কা কা। কুহু ডাকতে পারে না।' তিনি আরও বলেন, বাংলায় স্লোগান হবে 'জয় বাংলা'। দিল্লিতে জয় ইন্ডিয়া বাংলাই ইন্ডিয়াকে পথ দেখাবে।


সিপিএম ও কংগ্রেসও ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, বাংলায় তাদের লড়াই বিজেপি এবং তৃণমূল দু'দলের বিরুদ্ধে। সেই লক্ষ্যে আসন্ন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির প্রার্থীর বিরুদ্ধে একজোট হয়ে প্রার্থীও দিয়েছে বাম-কংগ্রেস জোট! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ' বাংলায় কংগ্রেসের নতুন উদ্যমে, নতুনভাবে পুনরুত্থান শুরু হয়ে গেছে। সেই পুনরুত্থানে আতঙ্কিত মমতা ব্যানার্জি কংগ্রেসের পা ধরে বাঁচার চেষ্টা করছেন, এটা মনে রাখবেন। আমি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি বলে যাচ্ছি, আমাদের লড়াই এই পশ্চিমবঙ্গে ও ভারতবর্ষে একদিকে বিজেপি ও আরেকদিকে টিএমসির বিরুদ্ধে।'                     


অন্যদিকে, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার মহাজাতি সদনের অনুষ্ঠানে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে মারধরের চেষ্টা, ধস্তাধস্তির জেরে ব্যাপক গন্ডগোল বাধে। চলে ধস্তাধস্তি, কৌস্তভকে লক্ষ্য় করে কটূক্তি। 


আরও পড়ুন :                   


'বাজির কারখানা'য় তরল রাসায়নিক, স্টোনচিপ, অত্যাধুনিক যন্ত্রপাতি, কী তৈরি হত? কী বলছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা?