আশাবুল হোসেইন, কলকাতা: নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন। পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতা ও পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। দলকে ঐক্যবদ্ধ করা, নেতা-কর্মীদের জনমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে গতকাল ছিল পর্যালোচনা বৈঠক। অর্থ দফতরের অনুমতি ছাড়া অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ নয়। নবান্নর পর্যালোচনা বৈঠকে কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি টেন্ডারে স্বচ্ছতা আনতে ই-টেন্ডারে জোর দিতে আনা হবে নতুন নিয়ম, জানিয়েছেন মুখ্যসচিব। জোর কর্মসংস্থান তৈরিতেও। বুধবার নবান্নে বিভিন্ন দফতরের মন্ত্রী, আমলা ও জেলা প্রশানের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সেখানেই ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল নিয়োগ নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে জোর দেওয়া হয় রাজ্যের রাজস্ব আদায়ে। পাশাপাশি, পুজোয় পুলিশি ব্যবস্থা জোরদার করা নিয়েও নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন, 'সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ান', সারদাকাণ্ডে দেবযানীর মায়ের চিঠি নিয়ে সরব শুভেন্দু
প্রায় সাড়ে চার মাস পর রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা পরিস্থিতিতে তিনি এই বৈঠক ডেকেছেন যখন আর্থিকভাবে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে রাজ্য। সরকারের ভাড়ারের হাল এমনই তলানিতে যে বাছাই করে উন্নয়নের কাজে হাত দিতে হচ্ছে প্রশাসনকে। জরুরি ভিত্তিতে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে দফতর গুলোকে। রাস্তা,পানীয় জল-সহ শুধুমাত্র মানুষের অতি প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী অপচয় বন্ধ করতে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর।