নয়াদিল্লি: জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআই-এর হস্তক্ষেপের অভিযোগ।  কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে গেল। ১৩ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। ২০১৮-তে রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল তৃণমূল সরকার। (Supreme Court)


বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল। সেখানে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে যায়। আদালত জানায়, রাজ্যের যুক্তির যথেষ্ট বৈধতা রয়েছে। আদালত জানিয়েছে, ২০১৮ সালে রাজ্য সরকার যেখানে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল, সেক্ষেত্রে রাজ্যের অনুমতি ছাড়া সেখানে গিয়ে এফআইআর দায়েরের অনুমতি নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কেন্দ্রীয় সরকারই সিবিআই-কে পরিচালনা করছে বলে শীর্ষ আদালতে অভিযোগ জানায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র সিবিআই-কে নিয়ন্ত্রণ করে না। (Consent to CBI)


আজ শুনানি চলাকালীন আদালত জানায়, রাজ্য সম্মতি তুলে নেওয়ার পর সিবিআই যে এফআইআর দায়ের করেছে, তদন্ত শুরু করেছে, তাতে DSPE আইনের অনুচ্ছেদ ৬ লঙ্ঘিত হওয়ার প্রশ্ন জড়িয়ে রয়েছে। 



আরও পড়ুন: Supreme Court: মুসলিম মহিলাদেরও খোরপোষ প্রাপ্য, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট


এ নিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, "১৯৬৩ সালে তৈরি হওয়া সিবিআই, আজ বিজেপি-র বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়েছে। আজ তারা বিজেপি-র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিরোধী রাজ্যগুলিতে ব্যবহৃত হচ্ছে। ২০১৮ সালের নভেম্বর মাসে আমরা বিধানসভায় জানিয়েছিলেন জেনারেল কনসেন্ট প্রত্যাহার করছি। সেই মতো প্রস্তাব পাস হয়েছিল। তেলঙ্গানা, তামিলনাড়ু-সহ এমন ১০টি রাজ্য সম্মতি তুলে নেয়। তার পরও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে, রাজ্যের ক্ষমতা খর্ব করে, গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে নষ্ট করে দিয়ে জোর করে সিবিআই বিভিন্ন মামলা দায়ের করছিল এবং তদন্ত করছিল। এর বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম। এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নয়, ভারতীয় সংবিধানে উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং রাজ্যের অধিকারের জয় হল।"


২০১৮ সালে রাজ্য সরকার সিবিআই-ের থেকে সম্মতি তুলে নেয়, ফলে রাজ্যের মধ্যে তদন্তের অধিকার ছিল না সিবিআই-এর। এর পরেও যদিও বিভিন্ন মামলায় রাজ্যে তদন্ত করেছে সিবিআই, এফআইআর দায়ের করেছে। ২০২১ সালে রাজ্য সেই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করে। রাজ্যে সিবিআই-কে রাজনৈতিক কারণে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে রাজ্য। পাল্টা কেন্দ্র জানায়, রাজ্যের মামলা শুনানির যোগ্যই নয়। কিন্তু সুপ্রিম কোর্ট আজ রাজ্যের মামলা শুনানি করতে রাজি হল।