শিলিগুড়ি: ফাঁসিদেওয়ার কাছে ভয়ঙ্কর ট্রেন (Kanchanjunga Express Train Accident) দুর্ঘটনার ফলে নির্ধারিত রুট বদল হচ্ছে (Train Route Diversion) একাধিক ট্রেনের। পরিবর্তিত পরিস্থিতিতে শিলিগুড়ি-বাগডোগরা-আলোয়াবাড়ি রুট দিয়ে আসবে সেই ট্রেনগুলি। যে ট্রেনগুলির পথ ঘোরানো হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলে গুয়াহাটি থেকে আসা সরাইঘাট এক্সপ্রেস।  এটি আলোয়াবাড়ি-বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে আসবে। অন্য একটি ট্রেন, যেটি গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাচ্ছে, সেটিও আলোয়াবাড়ি-বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে আসবে। এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, এটিও আলোয়াবাড়ি, বাগডোগরা-শিলিগুড়ি হয়ে আসছে। কামরূপ এক্সপ্রেসও শিলিগুড়ি, বাগডোগরা আলোয়াবাড়ি হয়ে আসবে। বদলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট। এটিও শিলিগুড়ি, আলোয়াবাড়ি এবং তার পর বাগডোগরা হয়ে আসবে। 


বিশদ...
এদিনের দুর্ঘটনার জেরে মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। তার পরই উত্তরবঙ্গের ৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়। এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বানারহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা-গয়া এক্সপ্রেস ও গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস। বাতিল করা হয়েছে পাঁচটি ট্রেন। আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস। এই নিয়ে বিস্তারিত তালিকা রয়েছে ইস্টার্ন রেলের ফেসবুক পেজে।



আর যা ...
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঘণ্টাছয়েক কেটে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির মধ্যে আর কেউ আটকে রয়েছেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু এদিনের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, একের পর এক দুর্ঘটনা সত্ত্বেও কোথায় গাফিলতি থেকে যাচ্ছে? রেল বোর্ডের প্রাথমিক অনুমান, সিগন্যাল মানেননি মালগাড়ির চালক। মালগাড়িতে ছিল না 'কবচ', স্বীকারোক্তি রেল বোর্ডের চেয়ারম্যানের। কিন্তু বালাসোরের ঘটনার পরও কেন 'কবচ'-র ব্যবস্থা করা হল না? প্রশ্ন রয়েছে। আপাতত   
দুর্ঘটনাস্থলে আসার কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। ঘটনাস্থলে আসার কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


প্রশ্ন যেখানে....
এদিনের পর যদিও ঘুরেফিরে একই প্রশ্ন সামনে এসেছে। এই বারবার রেল দুর্ঘটনার দায় কার? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল? মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস? এখনও কেন বসানো গেল না 'কবচ'? কী করে একই লাইনে চলে এল দুটি ট্রেন? ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের, যাত্রী সুরক্ষা কোথায়? রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা সিনহা সাংবাদিক বৈঠকে জানান, সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। রেলের হিসেব অনুযায়ী, মৃতের সংখ্যা ৮। যদিও পিটিআই সূত্রে খবর, ১৫ জনের মৃত্যু হয়েছে। সাংবাদিক বৈঠকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের আরও দাবি, এই দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালক এবং সহকারী-চালকের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও। দুর্ঘটনার খবর পেতে স্থানীয়রাই প্রথমে উদ্ধারে ছুটে আসেন। পরে আসনে নিউ জলপাইগুড়ি স্টেশনের রেলের এরিয়া অফিসার। কিছু কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জয়া। সব মিলিয়ে তুমুল আলোড়ন ফাঁসিদেওয়ায়। 


আরও পড়ুন:যত দ্রুত সম্ভব রেল দুর্ঘটনা স্থলে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী, আসছেন রেলমন্ত্রীও