কলকাতা: কলকাতার ফর্টিস হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। অগাস্টে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যু হয়েছিল। সেই কেসেই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কমিশন। সূত্রের খবর, রায় মেনেই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।                        


ঠিক কী হয়েছিল? স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, গত ২৮ অগাস্ট  সকাল ১১ টায়  পেটে ব্যথা নিয়ে এক প্রসূতি  হাসপাতালে ভর্তি হন। পরিবার সূত্রে দাবি প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও তাঁকে স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ভর্তি না করে তাঁকে এর সার্জারি বিভাগের এক চিকিৎসকের আন্ডারে ভর্তি করে দেওয়া হয়।                                                                                                         


সূত্রের খবর, ওই দিনই দুপুর দেড়টা নাগাদ মৃত্যু হয় প্রসূতির। এমআরআই-এ মৃত্যু হয়েছে বলে হাসপাতালের বিরুদ্ধে গাফিতলির অভিযোগ তোলে পরিবার। এরপরেই পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানানো হয়। শুরু হয় তদন্ত। সমস্ত কাগজ-পত্র এবং মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে স্বাস্থ্য কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং মৃতার পরিবার অর্থাৎ দু-পক্ষের সঙ্গেই কথা বলে বিষয়টি খতিয়ে দেখে কমিশন। এর পরেই হাসপাতালের ত্রুটির কথা নিশ্চিত করা হয় এবং ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়।  অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য কমিশনের নির্দেশ মতোই পদক্ষেপ করা হবে। পাশাপাশি হাসপাতাল রোগীর পরিবারকে জরিমানার টাকাও দেবে বলে জানিয়েছে ফর্টিস। 


তালিকায় আরও নাম: শুধু ফর্টিস নয় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসকেও (Institute of Neurosciences, Kolkata) ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য় কমিশন। তালিকায় রয়েছে আরও নাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগে খড়দার সঞ্জীবনী হাসপাতালকেও (Khardah, Sanjeevani Multispecialty Hospital) ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। খড়দার হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশও দিয়েছে  স্বাস্থ্য় কমিশন।