মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চালাবে। খতিয়ে দেখা হবে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগগুলি। এই ঘোষণার পরই মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা জানিয়েদেন, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতিতে যাবেন তাঁরা। 


শুক্রবার পরে জানা যায়, এই  সিদ্ধান্তে পরিবর্তন করা হয়েছে। পূর্ণ কর্মবরিতির সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটছেন মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি।  কেন এই সিদ্ধান্ত পরিবর্তন ? চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, 'অধ্য়ক্ষের সঙ্গে কথা বলার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে'। 


সকাল ১১ টায় অধ্যক্ষের সঙ্গে কথা বলবেন চিকিৎসকরা। তারপর তাঁরা নিজেরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। শুক্রবার মেদিনীপুর মেডিক্য়ালে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেই সঙ্গে যাচ্ছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট ফ্ল্য়াটফর্ম অফ ডক্টর্স এবং মেডিক্য়াল সার্ভিস সেন্টারের প্রতিনিধি দল। 


মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু ও ৩ জনের সঙ্কটজনক পরিস্থিতির জন্য় চিকিৎসকদেরই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মেদিনীপুর মেডিক্য়াল কলেজে সুপার সহ ১২ জনকে সাসপেন্ড করেন তিনি। এরমধ্য়ে ৬ জন সিনিয়র চিকিৎসক। ৬ জন পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি বা জুনিয়র চিকিৎসক। এই চিকিৎসকদের ভূমিকা যে সিআইডি-ও তদন্ত করে দেখবে তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এই কর্মবিরতি পালনের কথা ছিল। 


অন্যদিকে  নিয়ম ভেঙে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্য়তম প্রধান মুখ আশফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। আসফাকুল্লার নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদেও শুক্রবার কর্মসূচি পালন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, অভয়া মঞ্চ। বিকেলে বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা। 


অন্যদিকে এখনও সঙ্কট কাটেনি   স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে পড়া এসএসকেএমে ভর্তি হওয়া তিন প্রসূতির । তিনজনের  মধ্যে মাম্পি সিংহ ও নাসরিন খাতুনকে এখনও ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। আরেক প্রসূতি মিনারা বিবি রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। বৃহস্পতিবার এই তিনজনেরই সিটিস্ক্য়ান করা হয়েছে। শুক্রবার তার রিপোর্ট আসার কথা। হাসপাতাল সূত্রে খবর, তিনজনেরই কিডনিতে সংক্রমণ রয়েছে। মিনারা বিবির ফুসফুসে সংক্রমণ বেশি রয়েছে। মাম্পি ও নাসরিনকে ভেন্টিলেশন থেকে বার করলে সংক্রমণ ছড়ার আশঙ্কা রয়েছে বলে তাঁদের ভেন্টিলেশনেই রাখা হয়েছে।