নয়া দিল্লি: শেষ তিনটি আর্থিক বছরে রাজ্যকে দেওয়া মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ অর্থের অপব্যবহার হয়েছে। এই অভিযোগে বিশেষ অডিট করানোর জন্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাছে আর্জি জানাল শিক্ষামন্ত্রক। মন্ত্রক সূত্রের খবর, ক্যাগের (Cag) রিপোর্টের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে (West Bengal) কেন্দ্রের মিড ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ তহবিলের সংগঠিত তছরুপ ও অপপ্রয়োগের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


এর পর মিড ডি মিল (Mid Day Meal) পরিস্থিতি খতিয়ে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এর পর বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড-ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এবার এই আবহে ক্যাগকে নিয়ে রাজ্যের মিড ডে মিলের বরাদ্দ অর্থের বিশেষ অডিট করানোর জন্য আর্জি জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। 


৮ দিনে ৮ জেলায় কেন্দ্রীয় প্রতিনিধিরা: মিড ডে মিল (Mid Day Meal)  প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে ৮ দিনে ৮ জেলায় ঘুরলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা (Central Team)। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের আধিকারিকরা। পরিদর্শনের পর ফের বিকাশ ভবনে বৈঠক করলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। দ্রুত রিপোর্ট দেবেন তাঁরা। 


মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ৮ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার বিকাশ ভবনে বৈঠক সারলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা।


সামনে এসেছে একাধিক অভিযোগ: রাজ্যে মিড ডে মিল নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। কোথাও মিড ডে মিলের মধ্য়ে মিলেছে সাপ। কোথাও ড্রামে পাওয়া গেছে মরা ইঁদুর। কোথাও খিচুড়ির মধ্য়ে টিকটিকি মেলার অভিযোগ। এই প্রেক্ষাপটেই মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ৩০ জানুয়ারি রাজ্য়ে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গত ৮ দিনে ৮ জেলার ৩০টি স্কুলে  রাজ্য় সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে, তারা খতিয়ে দেখেন


মিড মিলের সুবিধা কারা পাচ্ছে? রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে? যে টাকা  স্কুলগুলিতে বরাদ্দ হচ্ছে, তা কতটা কার্যকরী হচ্ছে? মিড ডে মিলের পরিকাঠামো কেমন? রান্নাঘরের কী অবস্থা? ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না? খাবার পরীক্ষা হয় কিনা? ৮ দিনের সফর শেষে বিকাশ ভবনে বৈঠক করেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা।