বাইডেন - মোদি সাক্ষাৎ : ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র হাতে হাত রেখে কাজ করবে বিশ্বশান্তির জন্য। দুই দেশই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে দায়বদ্ধ। হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )  । সেই সঙ্গে বক্তব্যে তিনি জোর দেন দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য পরিষেবা, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলির উপর। মোদি বলেন, বলেন, 'মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখে সম্মানিত। মার্কিন কংগ্রেসের উষ্ণ অভ্যর্থনা পেয়েছি'। এদিন তাঁকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভ্যর্থবা জানানো হয়। । তিনি বলেন, 'ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর। '


বিরোধী জোটের প্রথম বৈঠক: আজ পাটনায় বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। নীতিশ কুমারের ডাকে হতে চলেছে বৈঠক। অভিষেককে নিয়ে বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে থাকার কথা রাহুল গাঁধী, সীতারাম ইয়েচুরিরও। ২২ জুনই পাটনায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনায় পৌঁছেই তিনি দেখা করলেন লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সঙ্গে। ছিলেন তেজস্বী যাদবও। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


২২ থেকে ৮২২ কোম্পানি : হাইকোর্টের চাপের মুখে ২২ কোম্পানি বদলাল ৮২২ কোম্পানিতে! ডেডলাইন শেষের আগেই আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য় নির্বাচন কমিশন। আইন বাঁচিয়ে ২০১৩-র চেয়ে মাত্র ২ কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হল। 


'৮২২ কোম্পানি পর্যাপ্ত নয়' :'এবারে এক দফাতে, ৮০০ কোম্পানি নট সাফিসিয়েন্ট। এটা খুব ক্লিয়ার ক্রিস্টাল। আমরা যা মুভ করার করব।' পঞ্চায়েত ভোটে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে সন্তুষ্ট নয় বিজেপি, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 

'এভাবে সরানো যায় না ' পদ থেকে কী সরতে হচ্ছে রাজীব সিন্হাকে? রাজ্য় নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরানোর পর জল্পনা আরও বাড়ালেন রাজ্যপাল।  'এভাবে সরানো যায় না। ইমপিচ করতে হবে...' বললেন মুখ্যমন্ত্রী ।


মীরা পাণ্ডের বাহিনী সওয়াল : সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনীর। রাজ্য়ে এত পুলিশ থাকে না। মানুষের ধারণা নিরপেক্ষভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারে কেন্দ্রীয় বাহিনী। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ 
সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে।


'জল্পনা' ওড়াল কমিশন : হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে রাজীব সিন্হা। 'এখনও নির্বাচন কমিশনার আছেন? নির্বাচন প্রক্রিয়া কি এখনও চলছে? ' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।' যা শুনছেন তা জল্পনা ' , দাবি রাজ্য় নির্বাচন কমিশনের। 


CBI নির্দেশ চ্যালেঞ্জ : পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চে মামলা। শুক্রবারই জরুরিভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।  


নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ: বুধবার রাজ্য পুলিশের ১০ অফিসারকে বদলি করেছে রাজ্য সরকার। ভোট ঘোষণার পরে কীভাবে, রাজ্য নির্বাচন কমিশনকে এড়িয়ে, পুলিশে রদবদল করল সরকার? নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির।

মাদক বিরোধী প্রচার : মাদক বিরোধী প্রচারে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার বিভিন্ন সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবিষয়ে সেমিনার আয়োজিত হয় কলকাতা পুলিশ ট্রেনিং সকুলে। এবার থেকে স্কুলে স্কুলে গিয়ে মাদক বিরোধী ক্যাম্পেন
করবে কলকাতা পুলিশ।

হিংসা তদন্তে অব্যাহতি : মণিপুর হিংসার তদন্তে গঠিত সিট থেকে বাদ পড়ল রাজ্যে দুর্নীতির তদন্তকারী দুই সিবিআই অফিসারের নাম। সূত্রের খবর, কলকাতা অফিস থেকে দিল্লিতে জানানো হয়, এই দুই অফিসার রাজ্যে গুরুত্বপূর্ণ দুটি মামলার দায়িত্বে রয়েছেন। এরপরই মণিপুর হিংসায় গঠিত সিট থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলার একমাত্র তদন্তকারী অফিসার সুনীল সিং রাওয়াত এবং SSC-র একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার প্রদীপকুমার ত্রিপাঠীর নাম 
বাদ যায়।