কাঁথি, (পূর্ব মেদিনীপুর): পুরভোটে কাঁথি ও এগরার (Kanthi And Egra) প্রার্থী তালিকা নিয়ে কাঁথিতে মন্ত্রী অখিল গিরির (Minister Akhil Giri) বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল (TMC) কর্মীদের একাংশের। রাতের পর বিক্ষোভ সকালেও। রাতে নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেও, পরে উল্টোসুর মৎস্যমন্ত্রীর।এদিন তিনি বলেছেন, পদত্যাগের কোনও প্রশ্নই নেই। দল যা দায়িত্ব দিয়েছে, তা পালন করতে হবে।


উল্লেখ্য, গতকাল পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর জেলায় জেলায় দলীয় কর্মীদের একাংশের তীব্র বিক্ষোভ শুরু হয়। কাঁথিতেও মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে চলে আসেন তৃণমূল কর্মীদের একাংশ। তাঁরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন।  কাঁথি ও এগরা পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এই  বিক্ষোভ চলে। পরে কর্মী সমর্থকদের শান্তভাবে ফিরে যাওয়ার আর্জি জানিয়ে মৎস্যমন্ত্রী বলেছিলেন, তিনি কালই দলের নির্বাচনী কমিটির আহ্বায়কের পদ ছাড়বেন। প্রার্থী তালিকায় দেখে তিনি নিজেই মর্মাহত। তিনি বলেছিলেন,  ‘আমরা যে প্রার্থীতালিকা পাঠিয়েছিলাম, তা দল অনুমোদন দেয়নি, সেই কারণেই দলের মধ্যে ক্ষোভ বেড়েছে।প্রার্থীতালিকায় বিজেপির একজন-দুজন জায়গা পেয়েছেন। তাঁরা দাদার অনুগামী হিসেবে পরিচিত, এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে। তাঁরা কী করে তালিকায় জায়গা পেল তা বুঝতে পারছি না।’


একইসঙ্গে নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।


এদিন মন্ত্রী অখিল গিরি বলেছেন, গতকাল দলের সোশাল মিডিয়ায় যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল, তা নিয়ে দলের কর্মীদের একাংশের অসন্তোষ দেখা যায়। দলের পক্ষ থেকে বলা হয় যে, সোশাল মিডিয়ায় প্রকাশিত ওই প্রার্থী তালিকা সঠিক নয়। পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির স্বাক্ষরিত প্রার্থী তালিকা পাঠানো হবে। সেই তালিকা পাঠানো হয়েছে। আমার কাছেও তালিকা এসেছে। আগের আর পরের তালিকা একই। এখন দল যা সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুসারেই চলতে হবে।


দলের নির্বাচন কমিটির আহ্বায়ক পদ থেকে ইস্তফার যে ইচ্ছা গতকাল জানিয়েছিলেন সে ব্যাপারে প্রশ্ন করা হলে অখিল গিরি বলেন, যদি এমন বলে থাকি, তা ঠিক নয়। ইস্তফার কোনও প্রশ্নই নেই। দল যে দায়িত্ব দিয়েছে, নির্বাচন শেষ না হওযা পর্যন্ত তা পালন করতে হবে।