রুমা পাল, কলকাতা : মাঝে কেটে গিয়েছে ৪ টে বছর। হাওড়া পুরসভার নির্বাচন (Howrah Municipality Election) আটকে নানা কারণে। শেষমেশ অবশ্য ইঙ্গিত মিলল নির্বাচনের। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩-এই ভোট হবে হাওড়া পুরসভায়। তবে ঠিক কোন মাস নাগাদ, তা চূড়ান্তভাবে স্পষ্ট নয়। তবে আভাস, সম্ভবত এপ্রিল মাসে হতে চলেছে নির্বাচন।


প্রসঙ্গত, বালিকে হাওড়া পুরসভা থেকে আলাদা করার পর ৫০ টি ওয়ার্ডকে ৬৬ ওয়ার্ডে রূপান্তরিত করার ডিলিমিটেশনের কাজ এখনও চলছে হাওড়াতে। তা ঠিক কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই চলতি বছরে আর হাওড়া পুরসভার ভোট হওয়ার সম্ভবনা কার্যত নেই। আগামী বছরের এপ্রিল নাগাদ রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা, সেই সময়েই আয়োজিত হতে পারে হাওড়া পুরসভার ভোটও। 


এপ্রিলে পঞ্চায়েত ভোট


রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে খবর, রাজ্য পুলিশ দিয়েই সম্ভবত আগামী বছরের এপ্রিলে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। কাল ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি, কমিশন সূত্রে খবর। খসড়া তালিকা নিয়ে ডিএম-কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে ২ নভেম্বর পর্যন্ত। 


রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের দিক থেকে প্রস্তুত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া শুরু হবে রাজ্য সরকারের ইঙ্গিতের পরই। রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে জানানো হবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণের কথা। তারপর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য নির্বাচন কমিশন।


হাওড়া পুরসভার নির্বাচন জট


২০২১ সালের ১২ নভেম্বর, বিধানসভায় (Assembly) হাওড়া পুরসভা সংশোধনী বিল পাস হয়। ৫০ ওয়ার্ডের হাওড়া পুরসভা থেকে আলাদা করা হয় বালি পুরসভা। ২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু ভোট হয়নি। তার বদলে হাওড়া পুরসভার মাথায় বসানো হয় প্রশাসক। কোভিড পরিস্থিতির পর ফের সরগরম হয় হাওড়া পুরসভা। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রবল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজ্য সরকার। হাওড়া পুরসভা (সংশোধনী) বিলে রাজ্যপালের সই নিয়ে টানাপড়েনের জেরে থমকে যায় ভোট প্রক্রিয়া। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়েও শোরগোল হয়। 


আরও পড়ুন- ২৬৯ জনের নিয়োগ বাতিলের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, কোন পথে চাকরি ভবিষ্যৎ?