Murshidabad News: বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে অন্তঃসত্ত্বা মুর্শিদাবাদের সুতিতে !
Murshidabad Pregnant Women Faces Problem On Bad Road Condition: পশ্চিম মেদিনীপুরের ঘটনার পর এবার একই ছবি ফিরল এবার মুর্শিদাবাদের সুতিতে !

মুর্শিদাবাদ: ফের বেহাল রাস্তার জেরে ফের চরম ভোগান্তির মুখোমুখী এক অন্তঃসত্ত্বা। পশ্চিম মেদিনীপুরের ঘটনার পরেও ফিরল না হুঁশ, আবারও একই ছবি এবার মুর্শিদাবাদের সুতিতে। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তার জেরে, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে নেওয়া হল অন্তঃসত্ত্বাকে।
আরও পড়ুন, 'জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কী করে ? কেন ইনটেলিজেন্স বারবার ফেল করছে? '
মূলত, বর্ষার সময় রাস্তায় জমে থাকা মাটি কাদায় পরিণত হয়েছে। গ্রামীণ রাস্তা ক্রমশই মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয়েছিল একটি সংস্থাকে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা বলে অভিযোগ। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়। বিডিও অফিস থেকে একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি বলে উঠেছে অভিযোগ। যার জেরে চরম সমস্যায় হারুয়া গ্রাম পঞ্চায়েতের পারাইপুর গ্রামের কয়েক হাজার মানুষ। মাসুল গুনতে হচ্ছে কোথাও হৃদরোগে আক্রান্ত রোগীকে, কোথাও আবার অন্তঃসত্ত্বাকে।
পথশ্রীর রাজ্য়ে, পথেরই হতশ্রী দশা! আর তার মাশুল গুনতে হল হৃদরোগে আক্রান্ত পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধাকে। যাঁকে সঙ্গে সঙ্গে অ্য়ামবুল্য়ান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল, তাঁকে নিয়ে যেতে হল বাঁশের ডুলিতে চাপিয়ে। লজ্জার এই ছবি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের! এখানে গ্রামরাজ পঞ্চায়েত এলাকার সানদেউলি গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তার এমনই শোচনীয় অবস্থা, যে গাড়ি, বাইক তো দূরের কথা, সাইকেল অবধি চালানো দুষ্কর।
বুধবার সেখানেই সরস্বতী সামাট নামে এই হৃদরোগে আক্রান্ত হন। তখনই হাসপাতালে নিয়ে যেতে হত। কিন্তু পরিবারের দাবি, এই রাস্তায় কোনও অ্য়ামবুল্য়ান্স ঢুকতেই রাজি হয়নি। বাধ্য় হয়ে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে বাঁশের ডুলিতে চাপিয়ে রওনা দেন পরিবারের সদস্য়রা। রোগীর ছেলে খগেন সামাট বলেন, রাস্তার জন্য় তো আমরা কতবার বলছি। আমার মাকে তো বহু কষ্টে দেড় কিলোমিটার, দুই কিলোমিটার... তুলে দিয়ে এল।পাঁচদিন মেদিনীপুরে ছিল। বহু কষ্টে ২ভাই পৌঁছে দিয়ে এল। জানিয়েছি বহু জায়গায়, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের। প্রশাসনকে জানালেও কেউ কথা কানেই তোলেননি বলেও অভিযোগ করেছেন তাঁরা।
চলতি বছরের মে মাসেও, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি গ্রাম পঞ্চায়েতের ঝোপগেরিয়া এলাকায় এমনই ভোগান্তির মুখে পড়েছিলেন এক অন্তঃসত্ত্বা। সেখানে ঢালাই রাস্তা মুখ ঢেকেছিল কাদায়। প্রসব যন্ত্রণা ওঠা রোগী নিয়ে রাস্তায় ফেঁসে গিয়েছিল গাড়ি। ঘটনার দিন, সকাল থেকেই অসম্ভব প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন ওই সন্তান সম্ভবা মহিলা। বাড়ির লোকজন ছোট মারুতি গাড়ি দেখে তাঁকে চাপিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হাসপাতালে। গাড়িতে চাপিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাবার সময় মাঝপথে ঘটে বিপত্তি। শেষে রাস্তাতেই সন্তানের জন্ম দিয়েছিলেন মা।























