কলকাতা : প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath )। বয়স হয়েছিল ৯৭ বছর। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদাভোঁদা’ আর ‘নন্টে-ফন্টে’, নারায়ণ দেবনাথের অনবদ্য তিন সৃষ্টি। ২০২১ সালে পেয়েছেন পদ্মশ্রী সম্মান। 
২০১৩ সালে  পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। ২০১৩ সালেই নারায়ণ দেবনাথকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করে রাজ্য সরকার। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )  শোকবার্তায় জানিয়েছেন, ' বিশিষ্ট শিশুসাহিত্য শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বিড়াল’ প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য আকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও  অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ' 


নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে তিনি লেখেন, ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকাহত। কিংবদন্তী কার্টুনিস্ট এবং ‘বাঁটুল দ্য গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র মতো অমর চরিত্রের তিনি স্রষ্টা। সাহিত্য, সৃজনশীলতা এবং কমিকস জগতের বিশাল ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।' 


ট্যুইটে শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তিনি ট্যুইটে লেখেন, কিংবদন্তী কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ প্রয়াত। ‘বাঁটুল দ্য গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র মতো অমর কাল্পনিক চরিত্রের স্রষ্টা চলে গেলেন। তাঁর সৃষ্টি সবসময় শিশু এবং সববয়সীর মানুষ উপভোগ করবে।


সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ট্যুইটে লেখেন, দেশের অন্যতম সেরা কমিকস শিল্পী ‘পদ্মশ্রী’, নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকাহত। তিনি আমাদের হৃদয়ে থাকবেন। তাঁর সৃষ্টি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


 


স্রষ্টার মৃত্যুতে গভীর শোকাহত শিল্পী ও সাহিত্যিক মহল। শোকজ্ঞাপন করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, স্মরণজিৎ চক্রবর্তী। শোকবিহ্বল শিল্পী শুভাপ্রসন্ন, সমীর আইচ।