কলকাতা: কালীপুজোর রাতে নারকেলডাঙায় (Narkeldanga Chaos) অশান্তির ঘটনা এবার রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের দাবির প্রেক্ষিতে শুনানি পর্বে প্রধান বিচারপতির উঠে এল ১৪ অগাস্ট রাতে আরজি করে ঝামেলার প্রসঙ্গও।
কী ঘটেছিল নারকেলডাঙায়?
দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয় কলকাতার নারকেলডাঙা। বাইক পার্কিংকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত বলে দাবি করা হয় পুলিশের তরফে। বচসা গড়ায় হাতাহাতিতে। পুলিশের দাবি, ব্যাপক ইট বৃষ্টি চলে দু'পক্ষের মধ্যে। ভিড়ের মধ্যে থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে একজনের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ক্যাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। মৃদু লাঠি চার্জও করা হয়। এই ঘটনায় চারটি মামলা রুজু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চলছে। অশান্তি কারণে এই এলাকায় কালী পুজোর বিজসর্জনের শোভাযাত্রায় কোনও সমস্যা হয়নি বলেও দাবি করে পুলিশ।
এদিন শুনানি পর্বে রাজ্যের তরফে দাবি করা হয়, 'নারকেলডাঙায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। একই গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল হয়েছিলওখানে পুলিশ আহত হয়েছে, ৬ FIR হয়েছে।' পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে ওখানে দশ হাজার লোক ছিল বলে অভিযোগ উঠছে কেন? আর জি কর মেডিক্যালে হামলার ক্ষেত্রেও মামলাকারীদের দাবি করা দুষ্কৃতীদের সংখ্যা প্রথমে মানেনি রাজ্য। কোনও পরিকল্পনা ছাড়া এত লোক জমা হল কী করে? আর জি কর মেডিক্যালের ক্ষেত্রেও রাজ্য বলেছিল, আগাম খবর পায়নি।'
পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, শুক্রবার রাতের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ফের উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে নারকেলডাঙার ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছিল কলকাতা পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয়, কালীপুজোর বিসর্জনের কোনও মিছিলে হামলা হয়নি। বিসর্জন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar News: তালিকায় ৩৪ নম্বরে আর জি কর মামলা, সুপ্রিম কোর্টে কখন শুরু হবে শুনানি?