কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিক্ষার জাতীয় কমিটিতে ব্রাত্য বাংলা। জাতীয় শিক্ষানীতি (National Education Policy) রূপায়নে UGC-র কমিটিতে নেই বাংলার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। UGC-র বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।


শিক্ষায় নতুন বিতর্ক


নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহেই এবার শিক্ষায় নতুন বিতর্ক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র তৈরি করা জাতীয় শিক্ষানীতির কমিটিতে জায়গা পেল না বাংলা। নাগাল্য়ান্ড, পাটনা, গুয়াহাটি, ত্রিপুরা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যরা জায়গা পেলেও এই কমিটিতে নেই পশ্চিমবঙ্গের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে রাজ্য় সরকার।


নীতি প্রণয়নে তৎপর কেন্দ্র


জাতীয় শিক্ষানীতি চালু করতে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। চিঠি আসছে রাজ্য সরকারের কাছে। জাতীয় শিক্ষানীতির-বিধির উপর ভিত্তি করে, নিজস্ব নীতি তৈরি করতে, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট নিয়েছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে, জাতীয় শিক্ষানীতি রূপায়নে UGC-র তৈরি করা কমিটিতে জায়গা হল না বাংলার কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধির।


রাজ্যগুলিকে জোন ধরে ৫টি কমিটি তৈরি করেছে UGC। তার মধ্যে একটি উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চল জোন। তাতেই রয়েছে পশ্চিমবঙ্গ। এই কমিটিতে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়, পাটনা বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা থাকলেও, জায়গায় হয়নি এরাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের। 


পক্ষপাতের অভিযোগ


এ-নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু ট্যুইট করে বলেন, UGC-র উদ্যোগ এবং সিদ্ধান্ত সঠিকভাবে কার্যকর করার জন্য, কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি এবং স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের নিয়ে UGC ৫টি জোনাল কমিটি তৈরি করেছে। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চল জোনে ৭ জন সদস্য রয়েছেন। আশ্চর্যজনকভাবে, বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের একটিরও উপাচার্য তাতে জায়গা পাননি। সেটা এমন একটা সময়ে যখন, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ-এর সভাপতি, বাংলার প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান। UGC পক্ষপাতদুষ্ট, পদক্ষেপ সন্দেহজনক।


পাল্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'বছরখানেক আগে মোদি সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে সংঘাতে জড়িয়েছিল কেন্দ্র এবং রাজ্য। শিক্ষা কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিষয় হওয়া সত্ত্বেও, রাজ্যগুলির সঙ্গে আলোচনা ছাড়াই শিক্ষানীতি ঘোষণা নিয়ে চরমে উঠেছিল দুপক্ষের চাপানউতোর। এবার জাতীয় শিক্ষানীতির কমিটি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সরব হল তৃণমূল সরকার।'


আরও পড়ুন- 'বন্দে' উদ্বোধন, যোগ 'গঙ্গে'তে, শুক্রবারের মোদি-সফর নিয়ে সাজো সাজো রব, ঝলকে সফরসূচি