News Live :'এদের নাম ভোটার তালিকায় থাকবে না..', SIR শুরুর আগে কাদের কথা বললেন শুভেন্দু ?
News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা : রাজস্থানে খুন, কলকাতায় আত্মগোপন!৩ জনকেই পাকড়াও করল কলকাতা পুলিশ। সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে স্বস্তি ডিজি রাজীব কুমারের। দিকে দিকে শাসক শিবিরে বিক্ষোভ।অসমের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা। দীপাবলির আগে দেশকে বড় উপহার হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেডের। দম দেখাল ফাইটার। ছত্তীসগঢ়ের জগদলপুরে আত্মসমর্পণ ২০৮ জন সশস্ত্র মাওবাদীর।সবার হাতে তুলে দেওয়া হল সংবিধানের কপি। এক বছরের মধ্যে সমূলে বিনাশ করব মাওবাদ, হুঙ্কার অমিত শাহের।ফের বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, নিশানায় দলেরই নেতা-কর্মীরা।
Weather Update: সপ্তাহের শেষে ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা
দোরগড়ায় কালীপুজো। IMD সূত্রে খবর, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনও সতর্কতা জারি হয়নি। তবে সপ্তাহের শেষে ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
WB News: গ্যাংস্টার খুনের তদন্তে নেমে পশ্চিমবঙ্গে আসে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল
চলতি বছরের জুলাই মাসে পাটনার হাসপাতালের কেবিনে ঢুকে কয়েদিকে গুলি করে খুন করে কলকাতায় ঢাকা দেয় দুষ্কৃতীরা। গ্যাংস্টার খুনের তদন্তে নেমে পশ্চিমবঙ্গে আসে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল। নিউটাউনের আবাসনে পাটনা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের STF। নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের M-73 ব্লকের ৫ তলায় ৪০৬ নম্বর ফ্ল্যাটে হানা দিয়ে ২ জনকে পাকড়াও করে পুলিশ। পাটনায় খুন করে, পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল দুষ্কৃতীরা।






















