News Live: আজ লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ

Independence Day 2025 : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস

ABP Ananda Last Updated: 20 Aug 2025 12:27 AM

প্রেক্ষাপট

কলকাতা:   একদিনে আদালতে জোড়া ধাক্কা সরকারের। যাদবপুরকাণ্ডে আফতাবের সঙ্গে তুলনার পরে হিন্দোলের জামিন। চক্রান্তের অভিযোগে ধৃত শিক্ষকেরও জামিন। শিক্ষক আন্দোলনেও সামরিক আইনে মামলা! অডিওকাণ্ডে বিচিত্র ধারা দিয়ে কোর্টে প্রশ্নের মুখে...More

Amit Shah: অপরাধমুক্ত রাজনীতির লক্ষ্যে আজ সংবিধান সংশোধনী বিল পেশ

অপরাধমুক্ত রাজনীতির লক্ষ্যে আজ সংবিধান সংশোধনী বিল পেশ, আজ লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলে আওতায় থাকছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। ৩০দিনের বেশি হেফাজতে থাকলেই সরানো যেতে পারে পদ থেকে। ৫ বছরের বেশি সাজাপ্রাপ্ত হলেও সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকে।