News Live :'শুল্ক আধিকারিকের গাড়িতে ধাক্কা লেগেছিল, সেই নিয়ে অটো চালককে মারেন..', রাজপুর-সোনারপুরে কাণ্ডে চাঞ্চল্যকর দাবি !
News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: পরপর সরকারি হাসপাতালে নারী নিগ্রহ। নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠক চলাকালীন ফোন মমতার। সরকারি হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন খোদ মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য ও পুলিশ, এই দুই দফতর নিয়ে বেশি গন্ডগোল। ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পার্ক স্ট্রিটের হোটেলের বিছানার চাদর গলায় পেঁচিয়ে খুনের পর সেই চাদর নিয়েই উধাও খুনিরা। পানিহাটিতে বিসর্জন থেকে ফেরার পথে হামলা। অভিযুক্ত যুব তৃণমূল নেতা।
Khardah News: খড়দায় 'আক্রান্ত' পুলিশ অফিসারের পরিবার!
রাজপুর-সোনারপুরে আক্রান্ত শুল্ক আধিকারিক, খড়দায় 'আক্রান্ত' পুলিশ অফিসারের পরিবার! অভিযোগ, কালীপুজোর ডিউটিতে ছিলেন পুলিশ অফিসার, এদিকে তখন বাড়িতে 'আক্রান্ত' হয় পরিবার! শুধু তাই নয়, আক্রান্ত হওয়ার সময়, তাঁদের ৪ বছরের ছোট্ট শিশুকন্যা ছিল, তাঁকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
TMC MP: বন্যা ত্রাণে 'আমরা-ওরা'র অভিযোগ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।
বন্যা ত্রাণে 'আমরা-ওরা'র অভিযোগ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। হরিয়ানায় বন্যা ত্রাণের জন্য দেশের সব সাংসদদের তাঁদের সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাংশে দুর্যোগের পরেও কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা করা হল না? এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।






















