অমিতাভ রথ, ঝাড়গ্রাম: কাটমানি (Cutmoney) ছাড়া ওয়ার্কঅর্ডার (Work Order) নয়! তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঠিকাদারদের এই অভিযোগে সরগরম হয়ে উঠল ঝাড়গ্রামের দহিজুড়ি। সামনে এসেছে ভাইরাল ভিডিও (Viral Video)। যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ (ABP Ananda)। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।                                                           

  


পঞ্চায়েত ভোটের আগে, এই ভাইরাল ভিডিও ঘিরে, শোরগোল পড়ে গেছে ঝাড়গ্রামের দহিজুড়ি পঞ্চায়েত এলাকায়। ভিডিওতে এই মহিলার নাম ফাল্গুনি দে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঠিকাদারদের একাংশের অভিযোগ, ওয়ার্কঅর্ডার দেওয়ার নামে কাটমানি চেয়েছেন এই ফাল্গুনি দে। কাটমানি না দিলে ওয়ার্কঅর্ডার মিলছে না। এই অভিযোগেই মঙ্গলবার পঞ্চায়েত অফিসের সামনে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা। 


আরও পড়ুন, 'দখল করে রয়েছেন', জমি বিতর্কে অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর


যদিও কাটমানি চাওয়ার অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত প্রধান। ২০১৯ সালে কাটমানির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটের আগে, ফের সেই কাটমানি-অভিযোগ ফিরে আসায়, তাকে হাতিয়ার করেই আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।                                                           


ঝাড়গ্রামের বিজেপি সভাপতি তুফান মাহাতো বলেন, "কাটমানির কারণে তাদের নেতা-মন্ত্রীরা জেলে যাচ্ছে। তাও শিক্ষা হচ্ছেনা।" তৃণমূলের জেলা কমিটির সদস্য রেখা সোরেন বলেন, "বিরোধীদের চক্রান্ত। যদি করে থাকে দল ব্যবস্থা নেবে।"                         


এই টানাপোড়েনের প্রভাব কি পঞ্চায়েত ভোটে পড়বে? উত্তর দেবে সময়।