সমীরণ পাল, সোদপুর : ৭৫ তম বর্ষে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmik) মামার বাড়ির পাড়ার পুজো। সোদপুর (Sodepur) দক্ষিণ পল্লি বার্মাটোলের এবারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে প্য়ারিসের অপেরা হাউসের আদলে। আগেই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দর্শকদের জন্য় খুলে দেওয়া হল পুজো মণ্ডপ।


পিতৃপক্ষ শেষ, শুরু দেবীপক্ষের। মহালয়াতেই শারদোৎসবের মেজাজ। ভার্চুয়াল মাধ্যমে আগেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শনিবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের মামার বাড়ির ক্লাব সোদপুর দক্ষিণ পল্লি বার্মাটোলের পুজো মণ্ডপ খুলে দেওয়া হল দর্শকদের জন্য। মহালয়াতেই পুজো মণ্ডপে চাঁদের হাট। ছিলেন সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, জ্য়োতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ, অজয় চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষরা।


এবছর ৭৫ তম বর্ষে পা দিল এই পুজো। প্য়ারিসের অপেরা হাউসের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মামার বাড়ির পাড়ায় ২২ বছর কেটেছে পার্থ ভৌমিকের। পুজোর ক'টা দিন এখানেই কাটাবেন বলে ঠিক করেছেন নস্টালজিক সেচমন্ত্রী। তিনি বলেন, "আমি নস্টালজিক হয়ে পড়ছি। কারণ, জীবনের প্রথম ২২টা বছর এখানেই কাটিয়েছি। স্বাভাবিকভাবেই, অনেক পুরনো কথা মনে পড়ছে। পুজোর ক'দিন এবারটা এখানেই থাকব।"


স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "খুব সুন্দর একটা ভাবনা থেকে এই কাজটা হয়েছে। যেমন ভাবনা, সেই অনুযায়ী ভাস্কর্য, স্থাপত্য তুলে ধরা কম কথা নয়। "


আগমনীর আগমনে মাতোয়ারা সকলেই।


প্রাণের উৎসব-


বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই যার অপেক্ষা লেগে থাকে। দুর্গাপুজোর সময় যত এগিয়ে আসে, তত বাড়ে উন্মাদনা। এ ছবি বছর বছর ঘুরে ফিরে আসে। তারপর কয়েকটা দিন কার্যত আবেগে ভাসে বাঙালি। দূর দূরান্ত থেকে পুজোর টানে ঘরে ফিরে আসেন উৎসবপ্রেমী বাঙালি। এবারও তার অন্যথা হবে না বলাইবাহুল্য। খুঁটিপুজোর মধ্যে দিয়েই যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।


দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-


মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 


মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার


মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার


মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।


বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।


(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)