সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঠাকুরনগরে কাল থেকে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা। শনিবার মেলায় যোগ দিতে মতুয়া ধামে আসেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। মেলার আয়োজন নিয়ে তৃণমূলকে (TMC) খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রকে (Central Government) পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।
রবিবার উত্তর ২৪ পরগনার (North 24 Paargana) ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথি এবং মতুয়া ধর্ম মহামেলা। ৭ দিনের এই মেলায় যোগ দিতে মতুয়া ধামে আসতে শুরু করেছেন ভক্তরা। মেলায় যোগ দিতে শনিবারই ঠাকুরবাড়িতে আসেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল । তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । সামনেই পঞ্চায়েত ভোট । মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া সব রাজনৈতিক দলই। এই আবহে মতুয়া মেলার আয়োজন ঘিরেও রাজনীতির আঁচ ।
শুক্রবার প্রধানমন্ত্রী (PM Narendra Modi) ট্যুইট করে লেখেন, মতুয়া মহামেলা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান । তা মতুয়া সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরে । আমার অনুরোধ, সবাই এই মেলা দেখুন...দয়া ও সেবার পথ দেখানোর জন্য ঠাকুর শ্রীশ্রী হরিচাঁদজীর প্রতি মানবজাতি চিরঋণী হয়ে থাকবে। আর এই ট্যুইটকে সামনে রেখেই তৃণমূলকে কটাক্ষ করেছেন ঠাকুরবাড়ির সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Santanu Thakur) ।
সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের কথায়, ' এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি হরি গুরুচাঁদকে অসম্মান করে আনন্দে আটখানা হয়ে নেচে বেড়াচ্ছে...রাজ্য সরকারের কোনও প্রয়োজন আমাদের পড়বে না' ।
ঠাকুরবাড়ির আরেক সদস্য তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর পাল্টা নিশানা করেছেন কেন্দ্রকে। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের প্রাক্তন তৃণমূল সাংসদ ও সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর বলছেন, মুখ্যমন্ত্রী যা মতুয়া ধর্মের জন্য যা ঘোষণা করেছে...বিশ্ববিদ্যালয়...ছুটি...জলসত্র করেছি রাজ্য সরকারের অর্থ দিয়ে...প্রধানমন্ত্রী এসে মেডিক্যাল কলেজের ঘোষণা করতে পারত কিন্তু সেটা করেনি।
একুশের বিধানসভা ভোটের ফলে দেখা যায়, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় মতুয়া ভোটের সিংহভাগই গিয়েছে বিজেপির দিকে। হিসেব উল্টে যায় পুরসভা ভোটে। মতুয়া অধ্যুষিত বিভিন্ন জায়গায় হারানো জমি অনেকটাই ফেরাতে সক্ষম হয় তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটের আগে মতুয়া মেলা ঘিরে ফের উত্তপ্ত ঠাকুরবাড়ির ময়দান।