সনৎ ঝা, দার্জিলিং: বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ মঞ্চের বিক্ষোভে ধুন্ধুমার। ব্যারিকেড ঠেলে গেট ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু। আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জমি কোনও ভাবেই অন্য দফতরকে হস্তান্তর করা যাবে না। এদিন সকাল থেকেই এই দাবিতেই সরব হয়েছেন আন্দোলনকারীরা। 


উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দফতরের সামনে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একাংশ অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ বিঘা জমি হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য পর্যটন দফতরকে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়েই সংঘাত। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একাংশের আশঙ্কা ওই অংশের মধ্যেই হোটেল তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয়ের জমিতে হোটেলের ব্যবসা চালানো হবে বলেই সংশ্লিষ্টদের আশঙ্কা। জমি কেন পর্যটন দফতরকে দেওয়া হবে তা নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল। যদিও এখনও পর্যন্ত তার সদুত্তর মেলেনি বলেই খবর। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ মঞ্চ। যার আত্মপ্রকাশও ঘটেছে আজ। 


বিশ্বভারতীতে অব্যাহত বিক্ষোভ:  এদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলছেই। আজ এই আন্দোলন ৩ দিনে পড়ল। বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারনের দাবিতে উপাচার্যের বাংলোর সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়াদের একাংশ। শিক্ষার পরিবেশ ফেরানো ও উপাচার্যকে অপসারণের দাবিতে বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।


বুধবার উপাচার্যের অফিসে ঢুকতে গেলে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে হাতাহাতি বেধে যায় নিরাপত্তারক্ষীদের। বিশ্ববিদ্যালয়ের অফিসে ঘেরাও করে রাখা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর, বুধবার গভীর রাতে শাবল-গাঁইতি দিয়ে গেটের তালা ভেঙে উপাচার্যর অফিসের ভিতরে ঢোকেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। তারপর পুলিশ এসে, রাত তিনটে নাগাদ নিয়ে যায় উপাচার্যকে।  উপাচার্য ঘেরাওমুক্ত হওয়ার পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনের সামনে অস্থায়ী মঞ্চ বেধে শুরু হয় অবস্থান- বিক্ষোভ। কিন্তু, সেই মঞ্চে বসতে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মঞ্চ খুলে দেওয়া হয়। তারপর সেখান থেকে ১০০ মিটার দূরে ফের মঞ্চ বেধে ফের অবস্থানে বসেন আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্যর নামে একাধিক পোস্টার লাগানো হয়। অন্যদিকে, ছাত্র বিক্ষোভের জেরে উপাচার্যের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।


আরও পড়ুন: West Midnapore: ট্রাক ড্রাইভারকে লক্ষ্য করে পরপর গুলি, খড়গপুরে ফের শ্যুটআউট