সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাংলা থেকে শীত বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। অন্তত তেমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। কিন্তু উত্তরবঙ্গের (North Bengal Weather Forecast) জন্য এখনও কিছুটা খুশির খবর। কারণ আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকবে।


উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই তবে তা সব জায়গায় হবে না। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ দিন উত্তরবঙ্গের দার্জিলিং জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় সকালের কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলোতে- অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশারা (Dense Fog) সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাগুলোয় অবশ্য আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।


কবে বৃষ্টির সম্ভাবনা:
সোমবার বৃষ্টির সম্ভাবনা বিশেষ একটা নেই। কিন্তু আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই এলাকায়।


দক্ষিণবঙ্গে (South Bengal Weather) পশ্চিমের জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে আরও কিছুদিন। সোম-মঙ্গলবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। আপাতত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, এই এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 


দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি?
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain Forecast in WB) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। 


শীতের শেষে বাতাসে বসন্তের ছোঁয়া। কলকাতায় আজও ২০ ডিগ্রির নিচে পারদ। মরশুমের শেষে হালকা শীতের আমেজ। সকালে কুয়াশা, দিনভর পরিষ্কার আকাশ। আগামীকাল থেকে ফের বাড়বে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।


বাকি রাজ্যের ক্ষেত্রে বলা যায় মরশুমের শেষে ছোট্ট স্পেলে শীতের আমেজ থাকছে। আপাতত সকালে কুয়াশার সম্ভাবনা। আগামীকাল থেকে ক্রমশ চড়বে পারদ। আগামী ৪-৫ দিনে ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কার্যত শীতের বিদায় হবে বাংলা থেকে। এবার বসন্তের হাওয়া পশ্চিমবঙ্গে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: সন্দেশখালির ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা