রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কিছু জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু জলপাইগুড়ি জেলাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০০! তার মধ্যে ৫৪ জনই বাগরাকোট চাবাগানের বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় বাগরাকোটে মেডিক্যাল অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
জলপাইগুড়িতে মশা মারতে যন্ত্রের সাহায্যে ভাঙা হল জলের ট্যাঙ্ক।বৃহস্পতিবার বাগরাকোট চাবাগানে মাটি কাটার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১২ বছরের পুরনো পরিত্যক্ত ট্যাঙ্ক। করোনা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।তারই মধ্যেই উত্তরবঙ্গে ফিরল ডেঙ্গির আতঙ্ক। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ ছুঁইছুঁই। জেলার ৮টি ব্লকে যে ৯১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৫৪ জনই মালবাজারের বাগরাকোট চা-বাগানের বাসিন্দা।
বাগরাকোট চাবাগান এলাকার ডেঙ্গি আক্রান্ত এক ছাত্রী জানায়,শনিবার থেকে জ্বর ছিল, গায়ে হাতে পায়ে ব্যথা। টেস্টে পজিটিভ। জলপাইগুড়ি জেলায় বাগরাকোট চাবাগান কেন হঠাৎ ডেঙ্গির আঁতুড়ঘর হয়ে উঠল? তার জন্য স্থানীয়দের একাংশ এলাকার পরিত্যক্ত ট্যাঙ্কটিকেই দায়ী করেছেন। এখানকার জমা জল থেকেই ডেঙ্গির মশার বাড়বাড়ন্ত বলে তাঁদের দীর্ঘদিনের অভিযোগ। শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হল সেই ট্যাঙ্ক। ইতিমধ্যেই বাগরাকোটের পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। চিকিৎসক রাহুল সরকার বলেন, “জ্বরের নমুনা নিচ্ছি আমরা। লার্ভা শনাক্ত করনের চেষ্টা করছি।’’
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই পরিস্থিতিতে,বাগরাকোটে একজন মেডিক্যাল অফিসার রাখার সিদ্ধান্ত হয়েছে। জলপাইগুড়ির সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২)মৃদুল ঘোষ বলেন, “জেলায় ৯১ জন আক্রান্ত। কোনও জায়গায় যাতে কোনও ভাবেই জল জমে না থাকে। এটা আমরা বারবার বলছি।’’ তবে শুধু জলপাইগুড়ি নয়, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ারে ১০ ও কোচবিহারে ১০ জন ডেঙ্গিতে আক্রান্ত। মঙ্গলবারই উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য দফতরকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ডেঙ্গিটা মনে হয় এবার মাথাচাড়া দিচ্ছে। ২ বছর কোভিড ছিল, তাই ডেঙ্গি লুকিয়ে গিয়েছিল। উত্তরবঙ্গে মনে হয় ডেঙ্গি একটু একটু বাড়ছে। দেখে নাও, দ্বিবেদী তোমায় বলেছি। উত্তরবঙ্গ মশারি দেওয়া শুরু করো। আর একটা এক্সপার্ট টিম পাঠাও। বিডিওদের কাছে কোভিড, ডেঙ্গির খবর আছে?’’ ডেঙ্গি মোকাবিলায় উত্তরকন্যায় বৈঠক হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: Bowbazar: মেট্রো টানেলে ওয়াটার পকেট বন্ধ করতে উদ্যোগ, কংক্রিটের চাদর তৈরির কাজ শুরু