Panchayat Election 2023:বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে', নন্দীগ্রামে বললেন শুভেন্দু

Panchayat Election 2023 Updates: জেলা থেকে শহর, দিনভর আজ নজরে থাকবে কোন কোন খবর? সব খবর, সবার আগে... নজর রাখুন এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 25 Jun 2023 11:40 PM
Panchayat Election Live 2023:প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী

প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী। চন্দ্রকোনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী। তৃণমূলের নির্দেশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপি প্রার্থীর। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

Panchayat Election 2023:কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি

Panchayat Election Live 2023:সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রীর স্ত্রী

সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রীর স্ত্রী। এই পঞ্চায়েতের ১০১ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরার স্ত্রী নমিতা দাস হাজরা। মন্ত্রী-জায়ার দাবি, ইতিমধ্যেই তাঁর হাতে জয়ের শংসাপত্র তুলে দিয়েছেন বিডিও।

Panchayat Election 2023:বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে', নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী।

বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে', নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী।

Panchayat Election Live 2023: ৭৫ বছর বয়সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি প্রার্থী উমারানি মিশ্রর

নথিপত্রের হিসেবমতো তাঁর বয়স ৭৫ বছর। যদিও বৃদ্ধার দাবি, চার কুড়ি পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতে কী? এই বয়সেও পঞ্চায়েত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পিছপা নন উমারানি মিশ্র । বিজেপির পতাকা হাতে ভোটে দাঁড়াচ্ছেন।

Panchayat Election 2023:'যা বাহিনী এসেছে, তাতে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়িয়ে ভোট করা দরকার', মন্তব্য অধীর চৌধুরীর

'যা বাহিনী এসেছে, তাতে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়িয়ে ভোট করা দরকার', 'পঞ্চায়েত ভোটের দফা বাড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা উচিত', মন্তব্য অধীর চৌধুরীর

Panchayat Election Live 2023:২০০ টাকা ও ২টি বিসকুটের প্যাকেটের বিনিময়ে বোমা বাঁধছিলেন। কাঁথিতে ২ দুষকৃতীকে মারধর করে, পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা।

২০০ টাকা ও ২টি বিসকুটের প্যাকেটের বিনিময়ে বোমা বাঁধছিলেন। কাঁথিতে ২ দুষকৃতীকে মারধর করে, পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু কারা দিয়েছিল বোমা তৈরির বরাত? তা নিয়ে তুঙ্গে তরজা। 

Panchayat Election 2023:ঘণ্টাদুয়েক বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

ঘণ্টাদুয়েক বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সূত্রের খবর, মনোনয়ন পর্বে যে অশান্তি হয়েছে তা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা হয় তাঁর। কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী, আলোচনা হয় তা নিয়েও। এদিন সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে আসেন রাজীব সিনহা। তার মিনিট দশেক পরই বৈঠক শুরু হয়।

Panchayat Election Live 2023:এখনও রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার

এখনও রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার

Panchayat Election 2023:চোরেদের জেলে ঢুকতে হবেই, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

চোরেদের জেলে ঢুকতে হবেই, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

Panchayat Election Live 2023: মুর্শিদাবাদে অব্যাহত বোমা-সন্ত্রাস

মুর্শিদাবাদে অব্যাহত বোমা-সন্ত্রাস। ভোটের মুখে বারুদের স্তূপে মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া থেকে সালার, রেজিনগর।়গতকালই বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে এক দুষ্কৃতীর মৃত্যু হয়

Panchayat Election 2023:পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ

পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, পরপর বাড়িতে ভাঙচুর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের

Panchayat Election Live 2023: রাজীব সিন্হা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের, দাবি সি ভি আনন্দ বোসের

'রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন', রাজীব সিন্হা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের, দাবি সি ভি আনন্দ বোসের

Panchayat Election 2023:দিকে দিকে অশান্তি-হিংসার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল

দিকে দিকে অশান্তি-হিংসার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

Panchayat Election Live 2023: বাহিনী মন্তব্যে সুকান্ত মজুমদারের পাল্টা তালডাংরার তৃণমূল বিধায়কের

বাহিনী মন্তব্যে সুকান্ত মজুমদারের পাল্টা তালডাংরার তৃণমূল বিধায়কের। সুকান্ত মজুমদার জেনে রাখুন, আমাদেরও মিলিটারি ফোর্স আছে। মন্তব্য তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী।

Panchayat Election 2023:পঞ্চায়েতের প্রচারের মাঝেই শালবনিতে শিলাদিত্য চৌধুরীর সঙ্গে দেখা শুভেন্দু অধিকারীর

পঞ্চায়েতের প্রচারের মাঝেই শালবনিতে শিলাদিত্য চৌধুরীর সঙ্গে দেখা শুভেন্দু অধিকারীর। জেলা পরিষদে বিজেপির প্রার্থীদের নিয়ে ভীমপুর থেকে রোড শো করছিলেন বিরোধী দলনেতা। সেই সময় হঠাৎ একটি বাসে কনডাক্টরের কাজ করছিলেন শিলাদিত্য চৌধুরী। দেখতে পেয়ে দুজনই এগিয়ে আসেন। কথা বলেন কিছুক্ষণ। ২০১২ সালের ৮ অগাষ্ট বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভায় সাড়ের দাম নিয়ে প্রশ্ন করার পর শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দেওয়া হয়। ঘটনার দিন কিন্তু শিলাদিত্যকে গ্রেফতার করেনি পুলিশ৷ দু’দিন পর বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ খাটতে হয় জেলও। আজ সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দেখতে চেন শিলাদিত্য চৌধুরী। 

Panchayat Election Live 2023: বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি কমিশনের

বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে চিঠি কমিশনের। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার। আগেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

Panchayat Election 2023: 'পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়', অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের মিছিল

ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে পথে সংগ্রামী যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি সংগ্রামী যৌথমঞ্চ।মিছিলের পর রাজ্য নির্বাচন কমিশনে সংগ্রামী যৌথমঞ্চ। '২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়'।অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের মিছিল।ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শোতম দিনে ফের পথে সংগ্রামী যৌথমঞ্চ।

Panchayat Election 2023: ফের মুর্শিদাবাদে বোমা-সন্ত্রাস, একই দিনে জেলার তিনটি জায়গা থেকে বোমা উদ্ধার

ফের মুর্শিদাবাদে বোমা-সন্ত্রাস। একই দিনে জেলার তিনটি জায়গা থেকে বোমা উদ্ধার। আজ সকালে রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া ও রেজিনগরে উদ্ধার হল ৩ ব্যাগ তাজা বোমা। রঘুনাথগঞ্জের জেঠিয়া এলাকায় পুকুর পাড়ে বাগানের মধ্যে একটি ব্যাগে ১০টির মতো বোমা দেখতে পান স্থানীয়রা। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি বাধাতেই বোমা মজুত করা হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। হরিহরপাড়ার জগন্নাথপুর শিবনগর গ্রামে পাট খেতে পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। ওই ব্যাগে প্রচুর সকেট বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। রেজিনগরের নাজিরপুর মধুপুরে একটি বাড়ির পিছন থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। এর আগে গতকাল সকালে বেলডাঙায় পাট খেতে বসে বোমা বাঁধতে গিয়ে এক দুষকৃতীর মৃত্যু হয়। গতকাল একদিনে রানিনগরে তিনবার বোমাবাজির ঘটনা ঘটে। এভাবে ঘন ঘন বোমা উদ্ধার ও বোমাবাজিতে গোটা মুর্শিদাবাদ জুড়েই আতঙ্কের পরিবেশ। 

Panchayat Election 2023: বাংলায় ভোট-হিংসার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল

বাংলায় ভোট-হিংসার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল। বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়েও রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাজ্যপালের। 'মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে রাজনৈতিক নেতা, প্রত্যেকেই মানুষের সেবার জন্য। জনগণই আমাদের ক্ষমতা দেয়, এটা ভোলা উচিত নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সাধারণ মানুষের প্রতিই আমরা একমাত্র দায়বদ্ধ। আপনারা জানেন গ্রামীণ এলাকায় কী চলছে। যা হচ্ছে তা সুখকর নয়', বড়বাজারে বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ

Panchayat Election 2023: বোমা তৈরির সময় গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী

বোমা তৈরির সময় গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী। কাঁথির বসন্তিয়ায় তুমুল উত্তেজনা। পরিত্যক্ত বাগানবাড়িতে বোমা তৈরি হচ্ছিল। গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী। ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর।  ভোটে সন্ত্রাসের জন্য বোমা বানাচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ বিজেপির। বোমা বানাতে বাইরে থেকে লোক এনেছিল বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের।

Panchayat Election 2023: রাজীব সিন্হাকে রাজ্যপালের তলব নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

'রাজ্যপালের কাছে যেতে নির্বাচন কমিশনারের এত ভয় কেন?সিবিআই ডাকলে তৃণমূলের নেতারা গ্রেফতারির ভয়ে যান না। রাজ্য নির্বাচন কমিশনার কি চাকরি হারানোর ভয় পাচ্ছেন? হয়ত চাপে আছেন, তাই যেতে চাইছেন না নির্বাচন কমিশনার', রাজীব সিন্হাকে রাজ্যপালের তলব নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

Panchayat Election 2023: পুলিশকে দিয়ে এনকাউন্টার করে মারার হুঙ্কার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

এবার পুলিশকে দিয়ে এনকাউন্টার করে মারার হুঙ্কার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। 'এই চোরেদের ভয় পাওয়ার কিছু নেই'
'এই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে। আর এই চোরেরা বাড়ি ঢোকার চেষ্টা করবে না। যারা পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, তাঁদের পুলিশকে দিয়েই এনকাউন্টার করাব', পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে হুঙ্কার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। এটাই বিজেপির সংস্কৃতি, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, পাল্টা তৃণমূল।

Panchayat Election 2023: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত দুই বাম কর্মী

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত দুই বাম কর্মী। মারধর করে জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডেবরার কুলিয়া অঞ্চলে সিপিএম প্রার্থীর হয়ে প্রচার সেরে ফেরার পথে, দুই সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়। তৃণমূলের দাবি, বিজেপি-সিপিএমের গন্ডগোলের দায় তাদের ঘাড়ে চাপানো হচ্ছে। 

Panchayat Election 2023: মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের মুখে এবার ঘরেই 'যুদ্ধ' তৃণমূলের

মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের মুখে এবার ঘরেই 'যুদ্ধ' তৃণমূলের। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে সংঘাতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
'দল বিরোধী কাজ করতে করতে বিধায়ক ক্লান্ত হয়ে গেছেন। আগুন নিয়ে খেলছেন বিধায়ক, ঠেলা সামলাতে পারবেন না। নির্দল প্রার্থীদের সমর্থন করায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা সিদ্দিকুল্লা চৌধুরীর। 'সালারে ঢুকে দেখান, কত ক্ষমতা আছে দেখব', মন্ত্রী সিদ্দিকুল্লাকে পাল্টা হুমকি বিধায়ক হুমায়ুনের

Panchayat Election 2023: ভোট সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর, তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি

ভোট সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। তৃণমূল ও বাম-কংগ্রেসের সংঘর্ষে দফায় দফায় বোমাবাজি। মাথা ফাটল ৪ তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বাম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার সিপিএম ও কংগ্রেস নেতৃত্বের

Panchayat Election 2023: 'করমণ্ডল বিপর্যয়ে আর্থিক সাহায্যের জন্য রাজ্য খরচ করছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা', বিস্ফোরক শুভেন্দু অধিকারী

পঞ্চায়েত ভোটের মুখে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 'করমণ্ডল বিপর্যয়ে আর্থিক সাহায্যের জন্য রাজ্য খরচ করছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা', এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি বিরোধী দলনেতার। অভিযোগ, বগটুইকাণ্ডেও মিড ডে মিল বা পিএম পোষণ তহবিলের টাকা অবৈধভাবে খরচ করা হয়

Panchayat Election 2023: ভোটে সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে কমিশনারকে তলব

ভোটে সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে কমিশনারকে তলব। আজ বিকেলে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা। কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন, প্রত্যাখ্যান করা হয় জয়েনিং রিপোর্ট। জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় রাজ্যপাল।

Panchayat Election 2023: ভোট প্রচারে টাকা বিলি তৃণমূলের, জলপাইগুড়ির ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

ভোট প্রচারে টাকা বিলি! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। জলপাইগুড়ির ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। বিতর্কে জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসনের প্রার্থী দীনেশ মজুমদার। ধূপগুড়ির সোনাখালিতে প্রচারে গিয়ে টাকা বিলির অভিযোগ
টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, অভিযোগ বিজেপির। 'বিশেষ চাহিদাসম্পন্নকে সাহায্য় করেছেন প্রার্থী, কুৎসা করছে বিজেপি', পাল্টা অভিযোগ তৃণমূলের

প্রেক্ষাপট

কলকাতা: দাঁতনে মহিলা বিজেপি প্রার্থীকে বাঁশ দিয়ে মারধর। বিজেপি প্রার্থীর স্বামী ও ছেলেকেও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁশ হাতে মারধরের ছবি ভাইরাল। ভিডিওয় প্রমাণিত হয়নি তৃণমূলই করেছে। পাল্টা বক্তব্য স্থানীয় তৃণমূল বিধায়কের। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই, কখনও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বিরোধী প্রার্থীদের বাড়ি ভাঙচুর, বাড়িতে সাদা কাপড়ের থান পাঠিয়ে হুমকির পর এবার, বাঁশ দিয়ে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দাঁতন ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থী কাকলি পাত্র এবং তাঁর স্বামী-পুত্রকেও বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। যদিও, বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। পঞ্চায়েত ভোটের দিন যত এগোচ্ছে, ততই বিরোধীদের ওপর নেমে আসছে আক্রমণ। সবক্ষেত্রেই অভিযোগ উঠছে শাসকদলের দিকে। যদিও, তারা অভিযোগ অস্বীকার করেছে। 


অন্যদিকে, বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেফতার বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী সহ ৫ জন। পুলিশ সূত্রে দাবি, বোমা বাঁধার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁদের। উদ্ধার হয়েছে ২ ড্রাম ভর্তি তাজা বোমা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় বোমা বিস্ফোরণ! বোমাবাজি! বোমা উদ্ধার! কোথাও আবার বিরোধী দলের প্রার্থীকে মিথ্য়া মামলায় ফাঁসানোর অভিযোগ! বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে শুক্রবার ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই তালিকায় আছেন, হাসন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী ওয়াসেফ রহমান ওরফে চমৎকার শেখ। পুলিশের দাবি, বোমা বাঁধার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় জোট প্রার্থী-সহ অন্যদের।
শুক্রবার রাতে মাড়গ্রামের বাহিরগোড়া গ্রামে অভিযান চালিয়ে ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কোচবিহারে দিনহাটায় খুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আসাদুল মিঞার বাড়ির সামনে এদিন সকালে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, এই গ্রাম পঞ্চায়েতেরই বিক্ষুব্ধ তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থী সাজিদা
বেওয়ার বাড়িতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিতাইয়ে আবার বোমা বাঁধতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে প্রচুর বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। 


পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতা খুনে কংগ্রেস প্রার্থী গ্রেফতারের পর বীরভূমের মাড়গ্রামে বোমা
উদ্ধারের ঘটনায়, গ্রেফতার হলেন বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী সহ ৫ জন। পরের পর ঘটনায় বিরোধীরা প্রশ্ন তুলছেন, এবার কি মিথ্যা মামলায় ফাঁসানোর নতুন কৌশল নেওয়া হচ্ছে? নজরে পঞ্চায়েত নির্বাচন.. জেলা থেকে শহর, দিনভর আজ নজরে থাকবে কোন কোন খবর? সব খবর, সবার আগে... নজর রাখুন এবিপি লাইভ বাংলায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.