নয়াদিল্লি
: ২৩ জানুয়ারি, ১৮৯৭। দুঁদে আইনজীবী জানকীনাথ বসুর ঘর আলো করে জন্ম নিল এক শিশু। পরবর্তীকালে এই শিশুই ভয় ধরাবে ব্রিটিশ শাসনের বুকে। পরাধীন দেশকে স্বাধীন করতে ছদ্মবেশে পারি দেবে ভিন মুলুকে। বাংলা তথা গোটা দেশ তাঁকে একডাকে চিনে নেবে 'নেতাজি' নামে। আগামিকাল তাঁর, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Parakram Diwas 2023) ১২৬তম জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) উপলক্ষ্যে সাজছে শহর-সহ দেশের নানা প্রান্ত। তার প্রাক্কালে ফিরে দেখা কিছু সুভাষ-বাণী (Netaji popular Quotes)।


বিখ্যাত উক্তি...



  • 'রক্ত দিয়েই আমাদের স্বাধীনতার মূল্য চোকাতে হবে।'

  • 'জীবনের অর্ধেক অর্থই চলে যায় যদি তার মধ্যে কোনও সংগ্রাম না থাকে--কোনও ঝুঁকি না থাকে।'

  • 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।'

  • 'ভারতের ভাগ্য নিয়ে কখনও হাল ছেড়ো না। বিশ্বে এমন কোনও শক্তি নেই যা ভারতকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে রাখতে পারে।'

  • 'স্বাধীনতা কেউ অর্জন করে না, ছিনিয়ে নেয়।'

  • 'কোনও মতাদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারে। কিন্তু সেই মৃত্যুর পর ওই আদর্শই হাজার হাজার মানুষের মধ্যে নবজন্ম লাভ করে।'

  • 'আমাদের সীমিত ক্ষমতা দিয়ে বাস্তবের পুরোটা বোঝা সম্ভব নয়। তবে আমাদের জীবন সেই নীতির ভিত্তিতেই তৈরি করতেই হবে যার ভিত্তিতে সত্যের সবথেকে কাছাকাছি পৌঁছনো যায়।'

  • 'শুধু মানুষ, অর্থবল ও উপকরণ দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয়। আমাদের মধ্যে একটা চালিকা শক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ ও নায়কোচিত কর্মদ্যোমে উদ্বুদ্ধ হতে প্রেরণা জোগাবে।' 


সেপ্টেম্বরে মূর্তি উন্মোচন...
গত সেপ্টেম্বরেই ইন্ডিয়া গেটের মনোলিথিক গ্র্যানাইট পাথরের তৈরি একটি নেতাজি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেলঙ্গানার খাম্মাম থেকে ১০০ ফুট লম্বা ট্রাকে করে ওই পাথর নয়াদিল্লি নিয়ে আসা হয়। ২৮ ফুট মূর্তিটি তৈরি করতে ২৮০ মেট্রিক টন মনোলিথিক গ্র্যানাইট পাথর লেগেছিল, দাবি সংস্কৃতি মন্ত্রকের। ভাস্কর্যটি শেষ করতে প্রায় ২৬ হাজার শ্রমঘণ্টা দিতে হয়। মূর্তিটির ওজন ৫৬ মেট্রিক টন। আধুনিক যন্ত্রপাতি ও সাবেকি পদ্ধতি, দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে নেতাজির এই বিশাল স্ট্যাচু। মাইসুরু-র ভাস্কর অরুণ যোগীরাজ গোটা কাজের তত্ত্বাবধান করেছেন। ইন্ডিয়া গেটের পূর্ব দিকের স্তম্ভের তলায় রাখা হয়েছে মূর্তিটিকে। তার আগে, অর্থাৎ গত বছর গত বছর নেতাজি জন্মজয়ন্তীতে একই জায়গায় সুভাষচন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি উন্মোচিত হয়েছিল। বাংলা তথা গোটা দেশের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা আন্দোলনকারীর ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতেই ওই উদ্যোগ নেওয়া হয়।


আরও পড়ুন:দ্বিতীয় হুগলি সেতুর বাঁকে ওল্টাল পিকআপ ভ্যান, গুরুতর আহত ৩