সুদীপ্ত আচার্য এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: পার্ক সার্কাসের (Park Circus) সুরাবর্দি রোডে পুরসভার (Municipality) নিকাশি পাইপলাইনে কাজের সময় বিপত্তি। রাস্তা ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হল একুশ বছরের এক শ্রমিকের। এই ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। 


বর্ষার আগে নিকাশির কাজ থমকে যাওয়ায় সমস্যা বাড়ল পুরসভার। মৃত শ্রমিকের নাম সলমন আলি মল্লিক। তিনি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা। গতকাল রাত ৯টা নাগাদ ডন বস্কো স্কুলের কাছে সুরাবর্দি রোডের একাংশে ধস নামে। মাটির নীচে চাপা পড়ে যান ওই শ্রমিক। মাটি কাটার যন্ত্র এনে মিনিট কুড়ি পর তাঁকে উদ্ধার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। ন্যাশনাল মেডিক্যালে নিয়ে গেলে ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


মৃতের পরিবারের অভিযোগ, ধস আটকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা নিয়ে নজরদারি চালায়নি পুরসভাও। ফলে কাজের সময় শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


সহকর্মীর মৃত্যুর পরে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দেন অন্য শ্রমিকরা। কেন সুরক্ষার ব্যবস্থা না রেখে এভাবে নিকাশী কাজ চলছে সে নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা।দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গড়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র। 


এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'দুর্ভাগ্যজনক ঘটনা। কেন এই ঘটনা ঘটল জানতে তদন্ত কমিটি গড়া হবে। মৃতের পরিবারের পাশে আছে পুরসভা।' তবে বর্ষার আগে এভাবে নিকাশির কাজ থমকে যাওয়ায় বাড়ল সমস্যা। তবে বর্ষার আগে এভাবে নিকাশির কাজ থমকে যাওয়ায় বাড়ল সমস্যা।


অন্যদিকে, মার্কেট নতুন করে তৈরি করতে চাইছে পুরসভা। কিন্তু তারজন্য জায়গা ছাড়তে বেঁকে বসেছেন ব্যবসায়ীরা। আর এ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে পার্ক সার্কাসে। কলকাতা পুরসভার অধীনে পার্ক সার্কাস মার্কেট। এখানে প্রায় পাঁচশো জন ব্যবসায়ী রয়েছেন। সম্প্রতি কলকাতা পুরসভা এই মার্কেট ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।



পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির দাবি, ব্যবসায়ীদের মৌখকভাবে পার্ক সার্কাস ময়দানে সরে যেতে বলা হয়েছে। কিন্তু এমনটা করতে নারাজ তাঁরা। ব্যবসায়ীদের দাবি, এক একটি অংশ করে মার্কেট তৈরি করা হোক। না হলে তাঁদের ব্যবসায় ক্ষতি হবে। 


এ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ী সমিতি।