কলকাত: চিংড়িঘাটায় (Chingrighata) ফের দুর্ঘটনা। নির্মীয়মাণ মেট্রোর (Metro) পিলারে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। আহত হলেন চালক-সহ ৪ জন। চারদিন আগে, এই জায়গাতেই দুর্ঘটনা ঘটে। আহত হন ৮ জন, একজনের মৃত্যু হয়। একই জায়গায় বারবার দুর্ঘটনা কেন? যান নিয়ন্ত্রণ ও সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।


চারদিনের ব্যবধানে ফের চিংড়িঘাটা মোড়ের কাছে দুর্ঘটনা (Car accident)। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাড়ির অংশ। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের দিক। রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ চিংড়িঘাটা থেকে সল্টলেকের সেক্টর ফাইভের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। 


নির্মীয়মাণ মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মারে এই বেপরোয়া গাড়ি। পুলিশ জানিয়েছে, গাড়িতে চালক ছাড়াও আরও ৩ জন ছিলেন। তাঁদের মধ্যে একজন মহিলা। সকলেই ভবানীপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। 


এর আগে, ৮ ডিসেম্বর, চিংড়িঘাটা মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার-সহ ৮ জন আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। পার্ক সার্কাস, মা উড়ালপুলের পর চিংড়িঘাটা। একের পর এক দুর্ঘটনায় শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে। 


একরাতে কলকাতায় পরপর দুর্ঘটনা। কোথাও উল্টে গেল বেপরোয়া গাড়ি, কোথাও আবার নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা। সিঁথিতে লরির পিছনে ধাক্কা মারল আরেকটি লরির। পর পর তিন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।  


চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই কলকাতার ৩ প্রান্তে ৩টি দুর্ঘটনা!তাও কয়েকঘণ্টার ব্যবধানে! বড়সড় প্রশ্নের মুখে পথ নিরাপত্তা! শুক্রবার রাত ২টো। মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় একটি গাড়ি! গাড়ির ধাক্কায় একটি বাতিস্তম্ভ ভেঙে পড়ে উড়ালপুলের উল্টোদিকের লেনে!


মা উড়ালপুলে দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যেই, পার্ক সার্কাসে ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব!
সেভেন পয়েন্ট ক্রসিংয়ের সামনে, একটি স্তম্ভে ধাক্কা মেরে উল্টে যায় এই গাড়ি! ভোর রাতে সিঁথির মোড়ের কাছে, বি টি রোডে ফের দুর্ঘটনা! বাঁশ বোঝাই একটি লরির পিছনে ধাক্কা মারে বালি বোঝাই অন্য একটি লরি। 



আহত লরি চালককে গুরুতর আহত অবস্থায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিংড়িঘাটায় বেপরোয়া গাড়িচালকের তাণ্ডব প্রাণ কেড়েছে পূর্ব মেদিনীপুরের এক মহিলার। একদিনের ব্যবধানে কলকাতায় ফের বেপরোয়া গাড়ির তাণ্ডব! ফের প্রশ্নের মুখে পথ নিরাপত্তা!