প্রকাশ সিনহা, কলকাতা: এক-দু'বছর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) ঘনিষ্ঠতার অন্তত ৯ বছরের, দাবি ইডি সূত্রের (ED) । অন্তত দুজনের পার্টনারশিপ (partnership farm) সংস্থার মেয়াদ থেকে তেমনই স্পষ্ট। সংস্থাটি তৈরি হয়েছিল ২০১২ সালের ১ নভেম্বর, খবর ইডি সূত্রে। তার পর থেকে দীর্ঘ ন'বছরেরও বেশি সময় ধরে সক্রিয় এটি।
নতুন যা জানা গেল...
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২-র ১ নভেম্বর খোলা হয়েছিল 'অপা ইউটিলিটিজ সার্ভিসেস' নামে ওই অংশীদারি সংস্থাটি। দুজনেই সমান অংশীদারিত্ব ছিল তাতে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ব্যালান্স শিট জমা দিয়ে আয়কর দিত সংস্থাটি। কিন্তু কীসে বিনিয়োগ করত, কী ভাবে কাজ করত, আপাতত এ সব তথ্য জানার চেষ্টা করছে ইডি। সূত্রের খবর, ওই সংস্থার নামে চারটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। আর কোথায় কী সম্পত্তি রয়েছে, সেটিও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছেন অর্পিতা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তিনিই ইডি আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। ওই সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথাও জানান তিনি। । তারপর থেকেই ইডি-র আধিকারিকরা অ্যাকাউন্ট দুটির বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছেন। এর মধ্যেই ব্যাঙ্কের কাছ থেকে এই নিয়ে তথ্য় জোগাড় করার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গত কালই শুনানি চলাকালীন ইডির আইনজীবী ওই সংস্থার কথা বলেন।
তদন্ত যেখানে...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। তদন্তকারীদের দাবি, অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। মিলেছে বিপুল পরিমাণ সোনার গয়না, সোনার বাট, জমির দলিল। অভিযোগ, নামে-বেনামে প্রচুর সম্পত্তি কিনেছিলেন পার্থ-অর্পিতা। উদ্ধার হওয়া সম্পত্তির যুক্তিসঙ্গত উৎসও পাওয়া যায়নি বলে দাবি তদন্তকারীদের। তাঁদের ধারণা, উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে স্কুলে নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে। আপাতত সবটা খতিয়ে দেখতে চাইছেন তাঁরা। তার তদন্তেই প্রত্যেক পদে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
আরও খবর:রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি