Partha Chatterjee Live: শুভেন্দুর ট্যুইটে ফের অর্পিতা-তৃণমূল যোগসূত্র! কটাক্ষ মমতাকে

Partha Chatterjee Arrested Live Updates: দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে লাইভ আপডেট জানতে চোখ রাখুন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Jul 2022 11:45 PM
Partha Chatterjee Live Updates: বিধানসভা থেকে গাড়ি চাওয়া না হলেও স্বেচ্ছায় গাড়ি ফিরিয়ে দিয়েছেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী হিসেবে যে গাড়ি পেতেন, তা ফিরিয়ে দেওয়া হয়েছে। যে স্করপিও গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়কে সবসময় দেখা যেত, সেই গাড়িই এবার বিধানসভায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে বিধানসভা থেকে এই গাড়ি চাওয়া হয়নি, এমনটাই সূত্রের খবর।। স্বেচ্ছায় এই গাড়ি তিনি ফিরিয়ে দিয়েছেন।

Partha Chatterjee Live: জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ

জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ (Partha Chatterjee) । গ্রেফতারির পরেই পরিষদীয় মন্ত্রী হিসেবে গাড়ি ফেরত দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার কেয়ারটেকারের হাতে গাড়ির চাবি ফেরত দিলেন চালক।

Partha Chatterjee Live Updates: 'এই পার্থদা অচেনা', বললেন বৈশাখী

পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী, তখন তৃণমূলের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন বৈশাখী।  যিনি একসময়ে পার্থর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, সেই বৈশাখী  নিয়োগ-দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া সমালেচনা করতেন। তিনি বললেন, ' এই পার্থদা অচেনা। আমাকে বলেছিলেন, অর্থের জন্য রাজনীতি করবে না।' 

Partha Chatterjee Live: পার্থ-কে নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের

গ্রুপ ডি নিয়োগে ৫ জনের নাম পাঠাতে বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী নামের সুপারিশ করেছিলাম। কিন্তু কারও চাকরি হয়নি। বিস্ফোরক দাবি ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর।  

Partha Chatterjee Live Updates: পার্থর গ্রেফতারি ইস্যুতে প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষের

'কীভাবে কী হচ্ছে, না হচ্ছে, তা নিয়ে আমাদেরও যথেষ্ট সন্দেহ আছে। তবে যেহেতু তদন্ত চলছে এনিয়ে কোনও মন্তব্য করব না। মুখ্যমন্ত্রী বলেছেন, সময় মেনে তদন্ত হোক। তদন্তের নামে বছরের পর বছর চলতে পারে না। নির্দিষ্টভাবে বলা আছে, তদন্ত কবে শেষ করতে হবে।' পার্থর গ্রেফতারি ইস্যুতে প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।

Partha Chatterjee Live: পার্থ ও অর্পিতার যৌথ নামে বেশ কিছু নথি নিয়ে নজর ইডি-র

পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। এর কারণ জানতে চান ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা বছর দশেক ধরে। এর মধ্যে আর্থিক লেনদেন, নামে-বেনামে সম্পত্তি, যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। 

Partha Chatterjee Live Updates: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে পকেট ডায়েরি উদ্ধার ঘিরে প্রশ্ন

ইডির সিজার লিস্টে আরও দাবি করা হয়েছে, কালো ডায়েরি ছাড়া আরও একটি এক্সিকিউটিভ ডায়েরি  এবং একটি পকেট ডায়েরি উদ্ধার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। এদিন অর্পিতাকে জেরা করে ইডি। একাধিক বিষয় জানতে চাওয়া হয়। আর জেরায় অর্পিতা সহযোগিতা করছেন বলে খবর ইডি সূত্রে। 

Partha Chatterjee Live: পার্থ গ্রেফতারের পর কেন্দ্রবিন্দুতে কালো ডায়েরি

পার্থ গ্রেফতারের পর SSC দুর্নীতিতে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই কালো ডায়েরি। উদ্ধার হওয়া কালো ডায়েরি কি সরকারি?  কেন কালো ডায়েরির ওপরে লেখা উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা দফতর?

Partha Chatterjee Live Updates: পার্থ-র বাড়ি থেকে মিলেছে টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি

নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে একের পর এক তথ্য। এবার টেট দুর্নীতিতেও নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তদন্তে নেমে একাধিক নথি উদ্ধার করে ইডি। যার একটি তালিকায় তৈরি করা হয়েছে। সেই তালিকারই ১৫ নম্বরে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি।

Partha Chatterjee Live: আজই পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা

 ইডি সূত্রে খবর, পার্থ ও অর্পিতাকে আলাদা বসিয়ে জেরা করা হলেও, দু’জনের বয়ানে ফারাক ধরা পড়লে, আজই মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা।

Partha Chatterjee Live Updates: পার্থ-র বাড়িতে অর্পিতার নামে থাকা ৭টি সম্পত্তির দলিলের হদিস

ইডি-র দাবি, শুধু টেট বা এসএসসি সংক্রান্ত নথি নয়,  পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে অর্পিতার নামে থাকা ৭টি সম্পত্তির দলিল মিলেছে। সিজার লিস্টে তারও উল্লেখ রয়েছে। 

Partha Chatterjee Live: মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায়

জেরায় সহযোগিতা করছেন অর্পিতা  । তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। কিন্তু মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায়। 

Partha Chatterjee Live Updates: পার্থ-র বাড়ি থেকে একাধিক নথি উদ্ধারে টেট দুর্নীতি-র পর্দা ফাঁস

এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, কোনও কমিটি তিনি নিয়ন্ত্রণ করতেন না। কমিটি কীভাবে কাজ করত, সে বিষয় তিনি জানতেন না। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক নথি উদ্ধারের পর ইডি আধিকারিকদের দাবি, এসএসসি, গ্রুপ-ডি ছাড়াও টেট দুর্নীতি মামলায় নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 

Partha Chatterjee Live: টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ-র

SSC-র পর এবার টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের । প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। 

Partha Chatterjee Live Updates: শুভেন্দুর ট্যুইটে ফের অর্পিতা-তৃণমূল যোগসূত্র! কটাক্ষ মমতাকে

ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি জানিয়ে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছেন, কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভালো করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসত, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, কেমতি আছন্তি। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, কেমতি আছন্তি?

Partha Chatterjee Live: পার্থর গ্রেফতারিতে বিজেপি-র ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি আসানসোলে

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনায় আসানসোলে বিজেপির চোর ধরো জেল ভরো কর্মসূচি। এদিন কুলটির নিয়ামতপুরে মিছিল করেন বিজেপি কর্মীরা। মিছিল শেষে পথ অবরোধও করা হয়। আধঘণ্টা পর পুলিশ গিয়ে বিজেপির অবরোধ তুলে দেয়

Partha Chatterjee Live Updates: অর্পিতার কাছ থেকে মিলেছে বেশ কিছু তথ্য! ইডি সূত্রে খবর

অর্পিতাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে! দাবি ইডি সূত্রে। বয়ানে অসঙ্গতি ধরা পড়লে দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

Partha Chatterjee Live: মাঝে বিরতি পার্থকে, চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি

সকাল ১০টা থেকে, প্রায় চার ঘণ্টা ধরে পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ ইডি-র। পার্থকে কিছু ক্ষণের বিরতি। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্পিতার কাছ থেকে বেশ কিছু তথ্য় মিলেছে বলে অভিযোগ।

Partha Chatterjee Live Updates: পার্থ ও অর্পিতার বাড়ি থেকে যৌথ নামে নথি! কারণ জানতে চায় ইডি

ইডি-র দাবি, পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। এর কারণ জানতে চান ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা বছর দশেক ধরে। এর মধ্যে আর্থিক লেনদেন, নামে-বেনামে সম্পত্তি, যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। 

Partha Chatterjee Live: পার্থকে নিয়ে কটূক্তির প্রতিবাদ, তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কটূক্তির প্রতিবাদ। তৃণমূল নেতাকে ফেলে পেটানোর অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। সোমবার বেলদায় এই ঘটনা ঘটেছে। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি।

Partha Chatterjee Live Updates: SSC-র পর টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের

SSC-র পর এ বার টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে SSC-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। পার্থর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ ইডি-র। 

Partha Chatterjee Live: কালো ডায়েরি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এল কী করে? তদন্তে ইডি

পার্থ-অর্পিতাকে আলাদা আলাদা জেরা, ইডি সূত্রে খবর। ইডির নজরে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার কালো ডায়েরি। সাঙ্কেতিক ভাষায় কী লেখা, তদন্ত চলছে। কেন কালো ডায়েরির ওপরে লেখা উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা দফতর?কালো ডায়েরি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এল কী করে? তদন্তে ইডি।
অর্পিতাকে জেরায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, ইডি সূত্রে খবর।

Partha Chatterjee Live Updates: সব জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, এখন বলছেন জানেন না, দাবি সুজনের

প্রকাশ্যে পরিষদীয় দল এবং চিফ হুইপের অভিস বিধায়কদের বলেন, টাকা পয়সা নিয়ে আমরা কী করব, আপনাদের ভাবতে হবে না। সব ব্যাপারে নাক গলাবেন না। আপনারা তালিকা দিন, চাকরির ব্যবস্থা করব। বিধায়কদের কেউ কেউ পাঁচ জনের বেশি জনের তালিকাও দিয়েছেন। এটা বিধানসভায় বলেছিলাম। এখন বলছেন, অন্যায় করেননি। বিধানসভায় রেকর্ড পাওয়া যাবে। প্রকাশ্যে ঘুষ, দুর্নীতি, তোলাবাজিতে পাপের ভাগীদার করে নেন বিধায়কদের। ক্লাবের নামও নেওয়া হয়। খেলুক না না খেলুক, নাম নেওয়া হয়। ভুল নয়, পরিকল্পিত ভাবে দুর্নীতিকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে: সুজন চক্রবর্তী।

Partha Chatterjee Live: পার্থ অনড়, তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা, ইডি সূত্রে খবর

তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা মুখোপাধ্যায়। তথ্য দিতে শুরু করেছেন। এখনও জানি না, মনে নেই বলে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, খবর ইডি সূত্রে।

Partha Chatterjee Live Updates: বিধায়কদের কোটায় চাকরি বিক্রি হয়েছে, দাবি সুকান্তর

গ্রুপ ডি-তে নিয়োগে বিধায়কদের নামের সুপারিশ করতে বলেন পার্থ! বিধায়কদের কোটায় চাকরি বিক্রি হয়েছে, দাবি সুকান্ত মজুমদারের। 

Partha Chatterjee Live: চাকরি দিতে বিধায়কদের কাছে সুপারিশ তালিকা চাইতেন পার্থ! অভিযোগ ঘিরে চাঞ্চল্য

চাকরি দেওয়ার জন্য নামের তালিকা চেয়ে পাঠাতেন পার্থ চট্টোপাধ্যায়! বিধায়কদের কাছ থেকে উদ্ধার নথি নিয়ে তদন্তে উঠে এল অভিযোগ। অভিযোগ করলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, গ্রুপ ডি-তে সকলের কাছ থেকে পাঁচ জন প্রার্থীর নামের সুপারিশ চেয়েছিলেন পার্থ। কিন্তু কারও চাকরি হয়নি বলে জানান অনন্তদেব অধিকারী।

Partha Chatterjee Live Updates: বিদেশি মুদ্রা আইনেও হতে পারে মামলা! সূত্রের খবর

অর্পিতার বাড়িতে সঞ্চিত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এল কোথা থেকে! তদন্তে ইডি। বিদেশি মুদ্রা আইনে মামলা দায়ের করা হতে পারে।

Partha Chatterjee Live: বারুইপুরে তিন বিঘে জমিতে পার্থর বাগানবাড়ি! দেখভাল করেন জামাই!

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি! তিন বিঘা জমির উপর নির্মিত বাগানবাডি়! বাগানবাড়ির নাম ‘বিশ্রাম’। ফটকের সামনে মেয়ে ‘সোহিনী’র নামেরও উল্লেখ বলে অভিযোগ। জামাই দেখভাল করতেন বলে দাবি স্থানীয়দের।

Partha Chatterjee Live Updates: ইডি-র অফিসারদের হুমকি পার্থর! দাবি তদন্তকারীদের

ইডি-র অফিসারদের হুমকি পার্থর! ‘এসএসকেএম আমার জায়গা, যেমন চাইব, তেমন রিপোর্ট পাব বলে হুঁশিয়ারি!’ দাবি তদন্তকারীদের। 

Partha Chatterjee Live: পার্থকে অপসারণের দাবি, সোজা মমতাকে চিঠি অধীরের

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর, তাঁকে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি জানালেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Partha Chatterjee Live Updates: এসএসকেএম রিপোর্ট আর ভুবনেশ্বর এইমস-এর রিপোর্ট প্রায় এক!

এসএসকেএমের রিপোর্ট আর ভুবনেশ্বর এইমসের রিপোর্ট প্রায় একরকম। আমরা যা ওষুধ প্রেসক্রাইব করেছিলাম, তাই দেওয়া হয়েছে। পার্থক্য শুধু ভর্তির ব্যাপারে। শনিবার আমরা রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। ওঁরা সোমবার রোগীকে অ্যাসেসমেন্ট করেছেন। মাঝখানে ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ৩৬ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সা করেছি আমরা। তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোগীর এখনকার স্টেটাস অনুযায়ী, ভুবনেশ্বর এইমস রিপোর্ট দিয়েছে। মন্তব্য এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্‍সক তুষারকান্তি পাত্রর।

Partha Chatterjee Live: দুপুরের দিকে মুখোমুখি বসিয়ে পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

প্রথমে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ। দুপুরের দিকে মুখোমুখি বসিয়ে পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

Partha Chatterjee Live Updates: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হার্ড ডিস্ক, কী তথ্য রয়েছে জানতে আগ্রহী ইডি

অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হার্ড ডিস্ক। প্রযুক্তি বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হবে। কী তথ্য রয়েছে জানতে আগ্রহী ইডি।

Partha Chatterjee Live: পার্থকে সিজিও কমপ্লেক্সে রেখে বেরোলেন এসএসকেএম-এর চিকিৎসক

পার্থকে সিজিও কমপ্লেক্সে রেখে বেরোলেন এসএসকেএম-এর চিকিৎসক। তাঁর ওষুধ চলছে। সবকিছু ইডি-র হাতে দেওয়া হয়েছে।

Partha Chatterjee Live Updates: পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ! ইডি সূত্রে খবর

পার্থকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে ইডি। আজই জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে অর্পিতাকেও। দু’জনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

Partha Chatterjee Live: সিজিও কমপ্লেক্সে পার্থ, জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার অপেক্ষা

সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা। মোতায়েন প্রচুর কেন্দ্রীয় বাহিনী। সাত তলায় নিয়ে যাওয়া হয়েছে পার্থকে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

Partha Chatterjee Live Updates: আজ থেকেই জিজ্ঞাসাবাদ পার্থ-অর্পিতাকে! ইডি সূত্রে খবর

ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আজ থেকেই সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে অর্পিতা চট্টোপাধ্যায়কেও, ইডি সূত্রে খবর।

Partha Chatterjee Live: মমতা ঠিকই বলছেন, মমতার যাবজ্জীবন মন্তব্যে সায় পার্থর

মমতা ঠিকই বলছেন, কলকাতা বিমানবন্দরে নেমে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন হোক বলে একদিন আগে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

Partha Chatterjee Live Updates: কলকাতায় পার্থ, সিজিও কমপ্লেক্সে হতে পারে জিজ্ঞাসাবাদ

ভুবনেশ্বর থেকে কলকাতা পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। সটান সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হতে পারে। করা হতে পারে জিজ্ঞাসাবাদ।

Partha Chatterjee Live: ভুবনেশ্বর থেকে কলকাতা পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

৬টা বেজে ৩৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামল ইডি-র বিমান। ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে। সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।

Partha Chatterjee Live Updates: AIIMS রিপোর্টের সঙ্গে তাঁদের রিপোর্টের ফারাক নেই, বললেন এসএসকেএম-এর চিকিৎসক

ভুবনেশ্বর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের প্রত্যুত্তরে নীরবই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, এসএসকেএমের চিকিৎসক তুষার কান্তি পাত্র বলেন তাঁদের রিপোর্ট ও AIIMS-এর চিকিৎসকদের মধ্যে কোনও ফারাক নেই। 

Partha Chatterjee Live: ভুবনেশ্বর থেকে কলকাতার পথে পার্থ চট্টোপাধ্যায়

ভুবনেশ্বর থেকে কলকাতার পথে পার্থ চট্টোপাধ্যায়। আজ ভোর ৫.৪০-এর বিমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় রওনা হন ইডির আধিকারিকরা। রাজ্যের শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী ও এসএসকেএমের এক চিকিৎসক।

প্রেক্ষাপট

কলকাতা: ভুবনেশ্বর থেকে কলকাতার পথে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ ভোর ৫.৪০-এর বিমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় রওনা হন ইডির (Enforcement Directorate) আধিকারিকরা। রাজ্যের শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী ও এসএসকেএমের এক চিকিৎসক। ভুবনেশ্বর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের প্রত্যুত্তরে নীরবই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, এসএসকেএমের চিকিৎসক তুষার কান্তি পাত্র বলেন তাঁদের রিপোর্ট ও AIIMS-এর চিকিৎসকদের মধ্যে কোনও ফারাক নেই।


এর আগে, সোমবার আদালতে চাঞ্চল্যকর দাবি করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। তিনি জানান, স্কুলে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা অত্যন্ত গুরুতর। ২০ কোটি নয়, ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আরও ১০০ কোটি টাকা উদ্ধার করতে হবে।


আদালতে আরও বিস্ফোরক দাবি করে ED। ED-র তরফে ভার্চুয়ালি উপস্থিত থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রুপ ডি কর্মীর প্রচুর পরিচয়পত্র এবং প্রাথমিক শিক্ষকদের নথি উদ্ধার করা হয়েছে। তা থেকেই স্পষ্ট হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র গ্রুপ-ডি ও SSC-র নিয়োগ দুর্নীতিতে নন, প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সক্রিয়ভাবে যুক্ত। 


তারও আগে, রবিবার আদালতে ইডি-র আইনজীবী বলেছিলেন, একটি পেঁয়াজ পাওয়া গিয়েছে। খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে।


২০ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধারের পরই, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি, গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এরপর থেকেই দু-জনের সম্পর্ক নিয়ে নানা মহলে নানা প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে।


এই প্রেক্ষাপটেই তাঁদের সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। আদালতে তিনি দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা। দু-জনের মধ্যে সম্পর্ক ছিল।  মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার বেশকিছু নথি উদ্ধার হয়েছে। এমনকি তল্লাশি অভিযানে ২০১২ সালের ২১ জানুয়ারির একটি দলিল মিলেছে, যা থেকে জানা গেছে তাঁরা দু’জনে মিলে একটি জমি কিনেছিলেন। দু’জনে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। দু-জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন আছে বলে জানান ED-র আইনজীবী।


পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী নিজের উদাহরণ টেনে ধরে দাবি করেন, ‘‘আমি আমার জুনিয়রকে ফোন করতেই পারি। তার মানে এই নয় যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’’সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে বাইরে যখন জোর বাগযুদ্ধ, তখন আদালতে তুঙ্গে আইনি যুদ্ধ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.